D Gukesh

চেন্নাই ফিরলেন গুকেশ, ধোনির বেতনের থেকেও বেশি টাকা কর দিতে হবে বিশ্বসেরা দাবাড়ুকে

মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দোম্মারাজু গুকেশ। ফাইনালে জেতার ফলে পুরস্কারমূল্য হিসাবে ১১.৩৪ কোটি টাকা জিতেছেন গুকেশ। তবে এই পুরস্কারের পুরো অর্থ তিনি পাবেন না। সরকারকে কর দিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫
Share:

চেন্নাইয়ে ফিরে বিশ্বসেরার ট্রফি নিয়ে গুকেশ। ছবি: পিটিআই।

মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন দোম্মারাজু গুকেশ। ডিং লিরেনকে হারিয়েছেন তিনি। ফাইনালে জেতার ফলে পুরস্কারমূল্য হিসাবে ১১.৩৪ কোটি টাকা জিতেছেন গুকেশ। তবে এই পুরস্কারের পুরো অর্থ তিনি পাবেন না। সরকারকে কর দিতে হবে। সেই মূল্য আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির বেতনের থেকেও বেশি।

Advertisement

ভারতে কেউ বছরে ১৫ লাখের বেশি উপার্জন করলে তাঁকে ৩০ শতাংশের বেশি কর দিতে হয়। কেউ যদি পাঁচ কোটি টাকার বেশি উপার্জন করেন, তা হলে ৩৭ শতাংশ পর্যন্ত কর এবং আরও চার শতাংশ কর স্বাস্থ্য এবং শিক্ষা খাতে দিতে হয়। মোট করের পরিমাণ ৪২ শতাংশও পেরিয়ে যায়। জানা গিয়েছে, পুরস্কারমূল্য থেকে গুকেশকে ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে।

ধোনিকে এ বার ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসাবে ধরে রেখেছে চেন্নাই। বছরে চার কোটি টাকা বেতন পাবেন তিনি। গুকেশকে যে টাকা কর দিতে হচ্ছে তা ধোনির বেতনের থেকেও বেশি। ১১.৩৪ কোটির মধ্যে গুকেশ ৫.০৪ কোটি টাকা জিতেছেন তিনটি ম্যাচ জেতার জন্য। মোট ২১ কোটি টাকা পুরস্কারমূল্যের অর্ধেক হিসাবে বাকি টাকা জিতেছেন তিনি।

Advertisement

সোমবার সকালেই দেশে ফিরেছেন গুকেশ। প্রচুর মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছিলেন কনিষ্ঠতম বিশ্বসেরাকে বরণ করে নিতে। রাজ্য সরকারের মুখ্যসচিব ছিলেন। শহরে ফিরে ছোটবেলার স্কুল বেলাম্মাল বিদ্যালয়ে গিয়ে গুকেশ বলেছেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুধু দাবা নয়, অনেক মানসিক চাপও থাকে। প্যাডি আপটনের সঙ্গে কথা বলে খুব উপকার হয়েছে। ওঁর কথা এবং পরামর্শ মেনে চলে আমি সাফল্য পেয়েছি। খেলাতেই উন্নতি করতে পেরেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement