Cycling

মঙ্গলবার সাইয়ে অনুষ্ঠিত হবে ‘ফিট ইন্ডিয়া সাইক্লিং’, থাকবেন মনোরঞ্জন, সুস্মিতারা

আগামী মঙ্গলবার দিল্লিতে ‘ফিট ইন্ডিয়া সাইক্লিং টিউসডেজ়’-এর সূচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডবীয়। একি দিনে কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) আঞ্চলিক দফতরেও এই অনুষ্ঠান পালিত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৬
Share:

কলকাতায় হবে ‘ফিট ইন্ডিয়া সাইক্লিং’ অনুষ্ঠান। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

আগামী মঙ্গলবার দিল্লিতে ‘ফিট ইন্ডিয়া সাইক্লিং টিউসডেজ়’-এর সূচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডবীয়। একি দিনে কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) আঞ্চলিক দফতরেও এই অনুষ্ঠান পালিত হবে।

Advertisement

কলকাতার অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, অলিম্পিয়ান সঞ্জয় কুমার রাই, সুস্মিতা সিংহ রায়েরা উপস্থিত থাকবেন। সকাল ৬.৩০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সাইয়ের প্রধান ফটক থেকে সেন্ট্রাল পার্ক ঘুরে আট কিলোমিটারের সাইকেল যাত্রা আবার প্রধান ফটকেই ফিরে আসবে। হিমশ্রী রায়ের মতো বাংলার ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীরে উপস্থিত থাকবেন।

যাতায়াত এবং শরীরচর্চার অন্যতম উপায় হিসাবে সাইকেল চালানোর উপকারিতার কথা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। দেশজুড়ে ১০০০টি কেন্দ্রে এই অনুষ্ঠান পালিত হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ভারতের সাইক্লিং ফেডারেশন, সাইয়ের আঞ্চলিক কেন্দ্র এবং জাতীয় উৎকর্ষ কেন্দ্রগুলি এই অনুষ্ঠান পালন করবে। ১৭ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গলবার সাইক্লিং করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement