ডি গুকেশ। ছবি: এক্স (টুইটার)।
দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এগিয়ে থাকার সুবিধা হারালেন ডি গুকেশ। দ্বাদশ গেমে ভারতীয় গ্র্যান্ডমাস্টার হেরে গেলেন চিনের ডিং লিরেনের কাছে। রবিবার একাদশ গেমে জয় পেয়েছিলেন গুকেশ। পরের দিনই হেরে গেলেন। ১২ রাউন্ডের পর দু’জনেরই পয়েন্ট ৬।
গত কয়েকটি গেমে আগ্রাসী খেলে চিনের বিশ্বজয়ীকে সময়ের চাপে ফেলে দিয়েছিলেন গুকেশ। সোমবার ঘটল ঠিক বিপরীত ঘটনা। গুকেশ নিজেই এদিন সময়ের চাপে পড়ে যান। একটা সময় ১৫টি চাল দেওয়ার জন্য ভারতীয় দাবাড়ুর হাতে সময় ছিল ৭ মিনিট। তা সামলাতে পারলেন না ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার। ৩৯তম চালের পর হার মেনে নেন গুকেশ।
১১তম গেমে হারার পর লিরেনের জন্য এ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জয়। কারণ ১৪ গেমের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১২তম গেমের পরও লিরেন এক পয়েন্টে পিছিয়ে থাকলে খেতাব ধরে রাখা সমস্যার হতে পারত। তাই সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে এ দিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন তিনি। দ্রুত চাল দেওয়ার চেষ্টা করেছেন। ২৪তম চালের পর সুবিধাজনক জায়গায় চলে যান লিরেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে জয় ছিনিয়ে নিলেন তিনি। প্রথম গম জেতার পর আবার জয় পেলেন তিনি। সোমবার হারলেও হাল না ছাড়ার বার্তা দিয়েছেন আত্মবিশ্বাসী গুকেশ। তিনি বলেছেন, ‘‘এখনও দুটো গেম রয়েছে। অবশ্যই লড়াই করার চেষ্টা করব। এখন দু’জনেরই স্কোর সমান। তাই সুযোগ থাকছে।’’
১৪ গেমের প্রতিযোগিতায় যিনি আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবেন, তিনিই খেতাব জিতবেন। দু’জনের পয়েন্টই ৭ হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। স্বভাবতই বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ দু’টি গেমের গুরুত্ব অনেকটাই বেড়ে গেল। মঙ্গলবার বিশ্রামের পর বুধবার ১৩তম গেমে মুখোমুখি হবেন দুই দাবাড়ু।