নৈনিতালে সরকারি আধিকারিকের বিরুদ্ধে নাবালিকাদের পিষে দেওয়ার অভিযোগ। —প্রতীকী চিত্র।
মদ খেয়ে গাড়ি চালানোর সময়ে দুর্ঘটনা। তিন নাবালিকাকে পিষে দিল সহকারী বিডিও-র গাড়ি। এক জনের মৃত্যু হয়েছে। অন্য দুই কিশোরী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার কোটাবাগ ব্লকের ঘটনা। অভিযুক্তের নাম ভূপেন্দ্র সিংহ। তিনি কোটাবাগের সহকারী ব্লক উন্নয়ন আধিকারিক (এবিডিও) হিসাবে কর্মরত। বুধবার কোটাবাগ থানার পুলিশ তাঁকে গ্রেফতারির খবর জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, কোটাবাগের নাথুনগর গ্রামের বাসিন্দা ১৭ বছরের কনক বোরা। বোন মাহি বোরাকে (১৪) নিয়ে সে উত্তরায়নীর মেলা দেখতে গিয়েছিল। তাদের সঙ্গে ছিল ১৫ বছর বয়সি মমতা ভান্ডারিও। তিন নাবালিকা রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে পিছন দিক থেকে তাঁদের ধাক্কা মারে এবিডিও-র গাড়ি।
দুর্ঘটনার পরে তিন জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাদের পাঠানো হয় অন্য হাসপাতালে। সেখানে মাহিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কনক এবং মমতার অবস্থাও আশঙ্কাজনক, জানিয়েছেন কোটাবাগ থানার ইনচার্জ রমেশচন্দ্র পন্থ।
স্থানীয় সূত্রে খবর, তিন নাবালিকাকে পিষে দেওয়ার পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। পুলিশ তাঁকে ধরে ফেলে। গ্রেফতারির পর তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছিল। সেখান থেকেই পুলিশ নিশ্চিত ভাবে জানতে পারে, অভিযুক্ত মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সেই অভিযোগ পেলে মামলায় প্রয়োজনীয় ধারা যোগ করবে পুলিশ।