Shah Rukh Khan

শাহরুখের সঙ্গে হৃতিকের তুলনা, বেজায় চটে গিয়েছিলেন বাদশা, ‘নির্লজ্জ’ বলেছিলেন তুলনাকারীকে

শাহরুখের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা হয় শাহরুখের সঙ্গে হৃতিকের। অবশেষে বিরক্তি প্রকাশ করে কী বলেছিলেন বাদশা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩
Share:

(বাঁ দিকে) শাহরুখ খান, হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হৃতিক রোশনের। সেই বছরই হৃতিকের ছবির সঙ্গে মুক্তি পায় শাহরুখ খানের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’। তবে ‘কহো না প্যার হ্যায়’-এর সামনে সে বছর কোনও ছবিই মাথা তুলে দাঁড়াতে পারেনি। তবে শাহরুখের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা হয় তাঁর সঙ্গে হৃতিকের। অবশেষে নিজের বিরক্তি প্রকাশ করে কী বলেছিলেন বাদশা?

Advertisement

বলিউডে খানেদের পর সে ভাবে তারকা তকমা যিনি পেয়েছেন, তিনি হৃতিক রোশন। তবে হৃতিকের সঙ্গে শাহরুখের যে তুলনা টানা হয়েছিল, তাতেই বেজায় বিরক্ত হন বাদশা। তিনি অতীতে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা একেবারেই ভাল জিনিস নয়। আপনি আমার ১০ বছরের কাজ, পরিশ্রম ছিনিয়ে নিতে পারেন না। আপনি একদিন সকালে উঠে আমাকে এটা বলতে পারেন না, আমার বিকল্প খুঁজে নেওয়া হয়েছে। কিংবা আমার এ বার বয়স হয়েছে। আসলে হৃতিকের সঙ্গে এই তুলনা টানাটাই অলজ্জ ব্যাপার।’’ যদিও পরবর্তী সময়ে শাহরুখ ও হৃতিককে দুই ভাইয়ের চরিত্রে দেখা যায় ‘কভি খুশি কভি গম’ ছবি’তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement