(বাঁ দিকে) রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে ভরাডুবির পর অনুশীলনে সমর্থকদের প্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক আর্জি জানান, ক্রিকেটপ্রেমীরা টেস্টের পাঁচ দিন মাঠে আসুন। তাঁর ঠিক উল্টো পথে হাঁটল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সমর্থকদের সামনেই অনুশীলনের সিদ্ধান্ত নিলেন প্যাট কামিন্সেরা।
অ্যাডিলেডে ভারতের অনুশীলন দেখতে ঢুকে পড়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী। বিষয়টা পছন্দ হয়নি রোহিতের। সমর্থকদের চিৎকার এবং উল্লাসে অনুশীলন ব্যাহত হয়। তিনি রবিবার ম্যাচের পর বলেন, “অনুশীলনের সময় আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলি। অনেক ব্যক্তিগত কথাও হয়। যে হেতু নেটের খুব কাছে থাকেন সমর্থকেরা, তাই কথাবার্তা বলতে অসুবিধা হয়। আমরা চাই না, আমাদের ব্যক্তিগত কথাগুলো বাইরের কেউ শুনুন। টেস্ট ম্যাচ তো পাঁচ দিনের। ওরা মাঠে এসে আমাদের দেখতে পারেন।”
রোহিত সমস্যার কথা জানালেও অস্ট্রেলিয়া জানিয়ে দিল, সমর্থকদের সামনে অনুশীলন করতে তাদের কোনও সমস্যা নেই। ব্রিসবেনেও তারা এক দিন সমর্থকদের সামনে অনুশীলন করবে। অস্ট্রেলিয়া দলের পক্ষে বলা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর (তৃতীয় টেস্টের দু’দিন আগে) সমর্থকদের জন্য খোলা থাকবে দরজা। মাঠের ধার থেকে অনুশীলন দেখতে পাবেন তাঁরা। সমাজমাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।
পার্থ, অ্যাডিলেডের মতো ব্রিসবেনেও অস্ট্রেলিয়া এক দিন সমর্থকদের অনুশীলন দেখতে দেবে। ভারতীয় শিবিরের পক্ষ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করা হয়েছে তাদের অনুশীলনে সমর্থকদের প্রবেশাধিকার না রাখতে। বর্ডার-গাওস্কর ট্রফিতে দু’দলের মনস্তাত্ত্বিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।