খেলা শেষ হওয়ার পর দলের ডাগআউট পরিস্কার করছেন পেরি। ছবি: টুইটার।
বিশ্বকাপ ফুটবলের স্মৃতি ফিরে এল মহিলাদের প্রিমিয়ার লিগে। জাপানের সমর্থক এবং ফুটবলারদের দেখা গিয়েছিল খেলা শেষ হওয়ার পর গ্যালারি, সাজঘর পরিষ্কার করতে। ঠিক তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার এলিস পেরিকে দেখা গেল খেলার পর নিজেদের ডাগ আউট পরিষ্কার করতে।
মহিলাদের প্রিমিয়ার লিগে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও একটাও ম্যাচ জিততে পারেনি। টানা পাঁচটি ম্যাচ হেরে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গিয়েছে তারা। বলার মতো তেমন পারফরম্যান্সও করতে পারেননি কেউ। তবু আলোচনা উঠে এসেছে পেরির জন্য। গত সোমবার দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে মন্ধানার আরসিবি। সেই ম্যাচে ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি অস্ট্রেলীয় ক্রিকেটার। আগ্রাসী ইনিংসের থেকেও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে পেরির নতুন ভূমিকা।
গত বছর কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে জাপানের ফুটবলপ্রেমীরা নজর কেড়েছিলেন গোটা বিশ্বের। খেলা শেষ হওয়ার পর প্রতি দিন তাঁরা স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতেন। সমস্ত আবর্জনা তুলে গ্যালারিকে ফিরিয়ে দিতেন আগের অবস্থায়। জাপানের ফুটবলাররাও হোটেলে ফেরার আগে আগে সব পরিষ্কার করে, গুছিয়ে সাজঘরকে ফিরিয়ে দিতেন ব্যবহার করার আগের অবস্থায়। পেরির ভূমিকাও অনেকটা তেমনই। দল হারলেও নিজের সামাজিক দায়িত্ব ভোলেননি তিনি। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দলের ব্যবহার করা ডাগআউট পরিষ্কার করে দেন। তাঁর ডাগআউট পরিস্কার করার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অস্ট্রেলীয় ব্যাটারের প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা।
শক্তিশালী দল গড়েও মহিলাদের প্রথম আইপিএলে প্রত্যাশিত সাফল্য পায়নি আরসিবি। মন্ধানা, পেরি ছাড়াও আরসিবিতে রয়েছেন রিচা ঘোষ, রেণুকা সিংহ ঠাকুর, ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট, নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেগান শাটের মতো ক্রিকেটার রয়েছেন দলে। নিলামে পেরিকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল আরসিবি।