Shakib Al Hasan

বাংলাদেশেও ‘ডিএ’ আন্দোলন, ইংল্যান্ডকে হারিয়েই বেশি বোনাস চেয়ে বসলেন শাকিবরা

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জেতায় শাকিবদের বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই বোনাসের টাকা বাড়ানোর দাবি করেছেন শাকিবরা। বোর্ড সভাপতি ভেবে দেখার কথা বলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৮:০৭
Share:

ইংল্যান্ডকে হারিয়ে বোনাস বাড়ানোর দাবি তুললেন শাকিবরা। ছবি: টুইটার।

ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়ে উঠেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বোনাস বাড়ানোর দাবি করলেন শাকিব আল হাসানরা। কোনও দেশের বিরুদ্ধে প্রথম বার সিরিজ় জিতলে জাতীয় দলের ক্রিকেটারদের বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেই বোনাসের অর্থ বাড়ানোর দাবি তুলেছেন শাকিবরা।

Advertisement

পশ্চিমবঙ্গে ডিএ বাড়ানোর দাবিতে চলছে সরকারি কর্মীদের আন্দোলন। ডিএ মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। তেমনই বোনাস বাড়ানোর দাবি করলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোর পর সতীর্থদের এই দাবির কথা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে বলেছেন অধিনায়ক শাকিব।

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর রীতি মেনে ক্রিকেটারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। ক্রিকেটারদের দাবির কথা শুনলেও স্পষ্ট কোনও আশ্বাস তিনি দেননি। শাকিবকে বোর্ড সভাপতি বলেছেন, তাঁরা বোনাসের অঙ্ক বাড়ানোর বিষয়টি ভেবে দেখবেন। যদিও সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘‘কোনও দলের বিরুদ্ধে প্রথম বার ভাল ফল করলে আমরা ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকি। এটা নতুন কিছু নয়। ক্রিকেটাররাও জানে। সব দলের সঙ্গেই কোনও না কোনও সিরিজ় আমাদের জেতা হয়ে গিয়েছিল। বাকি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয়। এর পুরস্কার ক্রিকেটাররা পাবে।’’

Advertisement

শাকিবদের বোনাস বাড়ানোর দাবির কথা মেনে নিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে জয়টা বিশেষ। বিশ্বচ্যাম্পিয়নদের চুনকাম করেছে ছেলেরা। তাই ওরা একটু বেশি বোনাস চেয়েছে। ওদের দাবি যুক্তিহীন নয়। আমি বলেছি, অবশ্যই ভেবে দেখব। অন্য সময় ওরা যেটা পায়, সেটা তো পাবেই।’’

শাকিবরা বোনাসের অঙ্ক কতটা বাড়াতে বলেছেন, তা জানা যায়নি। বোর্ড সভাপতিও জানাননি কতটা বেশি বোনাস দেওয়া হবে ক্রিকেটারদের। বিষয়টা সেই পশ্চিমবঙ্গের ডিএ-র দাবি এবং বাস্তবায়নের মতোই মাঝামাঝি জায়গায় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement