Mithali Raj

Mithali Raj: অধিনায়ক মিতালির ঝুলিতে পাঁচ হাজার রান, আইসিসি-র ক্রমতালিকাতেও থাকলেন দ্বিতীয় স্থানে

পর পর অর্ধ শতরানের সুবাদে এক দিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন মিতালি। মঙ্গলবারই প্রকাশিত হয়েছে নতুন ক্রমতালিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫১
Share:

মিতালি রাজ। —ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে অর্ধ শতরান করলেন মিতালি রাজ। এ দিনের ৮১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসের সুবাদে আরও একটি মাইল ফলক স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে পূর্ণ করলেন পাঁচ হাজার রান। এক দিনের ক্রিকেটে এটি তাঁর ৬১ তম অর্ধ শতরান। এটিও মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে অর্ধ শতরান করে ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার। এ দিন তাঁর ৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভারতের ইনিংস শেষ হয় ছয় উইকেটে ২৭০ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এটিই ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রান। তাতেও অবশ্য জয়ের স্বাদ পায়নি ভারত। এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৭ উইকেটে ২৭৩ রান করে আয়োজকরা। অপরাজিত ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যামেলিয়া কের। এ দিনের জয়ের সুবাদে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

পর পর দু’ম্যাচে অর্ধ শতরানের সুবাদে মহিলাদের এক দিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন মিতালি। মঙ্গলবারই প্রকাশিত হয়েছে নতুন ক্রমতালিকা। নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামি স্যাটার্থওয়েট ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দুরন্ত ইনিংস খেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন। মিতালির থেকে ১৫ রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন তিনি। তালিকার শীর্ষে অস্ট্রেলীয় ওপেনার অ্যালিসা হিলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৯। মিতালির রেটিং পয়েন্ট ৭৪৪। টি-টোয়েন্টির ক্রমতালিকায় ভারতের শেফালি বর্মা রয়েছেন তৃতীয় স্থানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement