অর্জুনকে শুভেচ্ছা সারার। —ফাইল ছবি
আইপিএল নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে অর্জুন তেন্ডুলকরকে ফের দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলে জায়গা পাওয়ার পর সচিন-পুত্রকে নিয়ে কী বললেন দিদি সারা তেন্ডুলকর?
সচিন কন্যা নেট দুনিয়ায় বেশ সক্রিয়। অর্জুনকে দলে নেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স একটি ফেসবুক পোস্ট করেছিল। সেটিই ইনস্টাগ্রামে আবার পোস্ট করেছেন সারা। আইপিএল-এ আবার সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ভাইকে। জানিয়েছেন শুভেচ্ছাও। ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয় সারা। ১৭ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তাঁর।
নিলামে মুম্বই ছাড়াও অর্জুনকে দলে নিতে চেয়েছিল গুজরাত টাইটান্স। আগের বারও মুম্বইয়ের দলে ছিলেন অর্জুন। ম্যাচ খেলার সুযোগ অবশ্য পাননি বাঁ হাতি অলরাউন্ডার। আগেই মুম্বই রঞ্জি দলে সুযোগ পেয়েছেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর এখনও অভিষেক হয়নি। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অবশ্য খেলেছেন। দু’টি ম্যাচ খেলে তিন রান করেছেন। পেয়েছেন একটি উইকেট। জাতীয় পর্যায়ের ক্রিকেটে তেমন সাফল্য পাননি বাঁ হাতি অলরাউন্ডার। দেশের প্রতিনিধিত্বও করেছেন অর্জুন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা রয়েছে অর্জুনের। আশা করা হচ্ছে এবার আইপিএল-এ অভিষেক হবে সচিন-পুত্রের।