IPL 2025

দল ছাড়তে পারেন রোহিত, অধিনায়ক থাকবেন হার্দিকই? পরের আইপিএলের আগে মুম্বইয়ে কী কী হতে পারে?

আইপিএলের মহা নিলামের আগে প্রতিটি দলই এখন নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। সবচেয়ে বেশি ব্যস্ত নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের ব্যর্থতা কাটিয়ে পরের বছর ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। কী কী বদল হতে পারে দলে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

আইপিএলের মহা নিলামের এখনও মাসদুয়েক দেরি। প্রতিটি দলই এখন নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। কাকে নেওয়া হবে, কাকে ছাড়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি ব্যস্ত নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের ব্যর্থতা কাটিয়ে পরের বছর ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। পরের আইপিএলের আগে কী কী হতে পারে, তার একটা আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে।

Advertisement

রোহিত শর্মা পাঁচ বার মুম্বইকে আইপিএল জেতালেও গত মরসুমে তাঁকে অধিনায়কত্ব হারাতে হয়েছে। রোহিত ক্ষোভ গোপন করতে পারেননি। তিনি মহা নিলামে দল বদলাতে পারেন। কেকেআরে খেলার সম্ভাবনা প্রবল। যদিও কোনও কিছুই এখনও নিশ্চিত নয়।

শোনা যাচ্ছে, গত বারের ব্যর্থতা সত্ত্বেও হার্দিক পাণ্ড্যকে রেখে দেওয়া হতে পারে অধিনায়ক হিসাবে। সেই জায়গায় বদল করা হবে না। মুম্বই কর্তাদের মত, দীর্ঘমেয়াদী সাফল্য পেতে গেলে অধিনায়ককে রেখে দেওয়া দরকার। হার্দিক অতীতে গুজরাতকে আইপিএল ট্রফি জিতিয়েছেন এবং ফাইনালে তুলেছেন।

Advertisement

হার্দিকের মতো রেখে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকেও। নির্বাচকেরা সূর্যকুমারকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করেছেন। হার্দিককে টপকে জাতীয় দলের অধিনায়ক হলেও আইপিএলে হার্দিকের অধীনেই খেলতে হবে তাঁকে।

রোহিতের মতো ছেড়ে দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাকেও। গত বছর মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের মতো জোরে বোলারেরা প্রচুর দাম পেয়েছেন। নিজের দর আরও বাড়ানোর লক্ষ্যে মুম্বই ছাড়তে পারেন বুমরা। এখন তিনি বছরে ১৫ কোটি টাকা পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement