রোহিত শর্মা এবং বাবর আজ়ম। —ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে থাকবে পাকিস্তানের নাম। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম না থাকার বিষয়টি ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, ভারত না কি জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতে চাইছে না। যা সত্যি নয় বলে জানিয়েছেন শইকীয়া। তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি-র নিয়ম মেনেই জার্সি পরবে ভারত। অন্য সব দেশ যেমন ভাবে লোগো রাখবে, আমরাও তেমনটাই রাখব।”
নিয়ম অনুযায়ী, আইসিসি-র প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকবে। সাধারণত জার্সির বাঁ দিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গিয়েছে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনও কর্তা কিছু জানাননি। কিন্তু জার্সি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
জল্পনার উদ্রেক হয়েছিল এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তার কথায়। তিনি বলেছিলেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।”
ভারত যদি জার্সিতে আয়োজক দেশের নাম না রাখত তা হলে, তাদের শাস্তিও হতে পারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সরকারি ভাবে কিছু না জানালেও শোনা গিয়েছে, তারা ভারতীয় বোর্ডকে হুঁশিয়ারি দিয়েছিল। তার পরেই বিসিসিআই সচিব জানালেন ভারতীয় দলের জার্সিতে থাকবে পাকিস্তানের নাম।