Alipurduar Rape And Murder

২২ বছরের তরুণীকে ধর্ষণ করে খুন আলিপুরদুয়ারে, চা-বাগানে দেহ! মমতার সফরকালেই উত্তেজনা

মঙ্গলবার দিনভর মেয়ের খোঁজ করেছে পরিবার। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির অদূরে একটি চা-বাগানের ভিতর থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। গ্রেফতার অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৫০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

আরজি কর-কাণ্ডে দোষীর শাস্তি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতর অব্যাহত। এর মধ্যে আবার একটি ধর্ষণ এবং খুনের অভিযোগ। এ বার ঘটনাস্থল আলিপুরদুয়ার। দিনভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার রাতে এক তরুণীর দেহ উদ্ধার হয় চা-বাগানের মধ্যে একটি ঝোপ থেকে। বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ারের জয়গাঁও থানা এলাকায়। প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ করেছেন গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের মাঝে এই ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

Advertisement

নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন। পরিবারের এক সদস্যের কথায়, ‘‘অভিযুক্ত আমাদের মেয়েকে পছন্দ করত। কিন্তু ছেলেটিকে পছন্দ করত না মেয়ে। সোমবার বাইরে বেরিয়েছিল মেয়ে। হঠাৎ ওর রাস্তা আটকে হাত থেকে মোবাইল কেড়ে নেয় যুবকটি।’’

পরিবারের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ২২ বছরের ওই তরুণীকে মোবাইল ফেরত দেবেন বলে ডেকে নিয়ে যান যুবক। কিন্তু তার পর তরুণী আর বাড়ি ফেরেননি। দিনভর মেয়ের খোঁজ করেছেন বাড়ির লোকজন। কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির অদূরে একটি চা-বাগান থেকে তরুণীকে উদ্ধার করা হয়। তবে মৃত অবস্থায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার সকালেও ওই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনার আবহ এলাকায়। জয়গাঁও থানার পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement