রোহিত শর্মা। —ফাইল চিত্র।
দল না গেলেও অধিনায়ককে কি যেতেই হবে পাকিস্তানে? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় দল। সব ম্যাচ তারা দুবাইয়ে খেলবে। কিন্তু রোহিতকে কি শেষ পর্যন্ত সেই দেশে যেতেই হবে? ভারত অধিনায়ককে সে দেশে চাইছে পাকিস্তান।
যে কোনও আইসিসি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি ফোটোসেশন হয়। তার পরে সাংবাদিক বৈঠকও হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও সেটা হবে। আয়োজক দেশ হিসাবে পাকিস্তানেই তা হওয়ার কথা। কিন্তু ভারত রোহিতকে সেখানে পাঠাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
পাকিস্তান আইসিসিকে স্পষ্ট করে দিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলা যে হেতু পাকিস্তানে হবে তাই অধিনায়কদের ফোটোসেশন ও সাংবাদিক বৈঠকও সেখানেই হবে। পাক বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “রোহিতের পাকিস্তানে আসায় কোনও সমস্যা নেই। রোহিত বা ভারতীয় বোর্ডের আরও কোনও আধিকারিক আসতে চাইলে আমরা সঙ্গে সঙ্গে ভিসা দেব।” সম্প্রতি আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছিল। সেখানে ভারতের তিন জন ছিলেন। তাঁদের ভিসা দেওয়া হয়েছে। সেই উদাহরণ টেনেছেন ওই আধিকারিক।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার দুই বা তিন দিন আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। ওই আধিকারিক বলেন, “এটাই তো নিয়ম। ১৯ তারিখ প্রথম ম্যাচ। তা হলে নিয়ম মেনে ১৬ বা ১৭ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান হবে। সে দিনই অধিনায়কদের ফোটোসেশন ও সাংবাদিক বৈঠকও হবে। আর সেটা পাকিস্তানেই হবে।”
বল এখন ভারতীয় বোর্ডের কোর্টে। পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে তারা। ভারতের দাবি মানতে হয়েছে আইসিসিকে। কিন্তু এ বার কী করবে বিসিসিআই? বাতি সাতটি দেশ যে হেতু পাকিস্তানে খেলবে তাই সেই সব দল সে দেশেই থাকবে। সে ক্ষেত্রে নিশ্চয়ই একটি দেশের জন্য পুরো অনুষ্ঠান সরানো হবে না। যদি তাই হয়, তা হলে কি রোহিতকে ছাড়াই উদ্বোধনী অনুষ্ঠান হবে? না কি কেরিয়ারে প্রথম বার পাকিস্তানের মাটিতে পা রাখবেন রোহিত?