Durbar Rajshahi

কলকাতার মহমেডানের ছায়া বাংলাদেশের রাজশাহীতে, বেতন না পেয়ে অনুশীলন বয়কট

বেতন না পাওয়ায় দু’দিন আগেই অনুশীলন বয়কটের রাস্তায় হেঁটেছিলেন মহমেডান ক্লাবের ফুটবলারেরা। এ বার একই জিনিস দেখা গেল ক্রিকেট মাঠেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুর্বার রাজশাহীও অনুশীলনে নামল না বেতন বকেয়ার প্রতিবাদে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৪৪
Share:

(বাঁ দিকে) মহমেডান দল। দুর্বার রাজশাহী দল (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

বেতন না পাওয়ায় দু’দিন আগেই অনুশীলন বয়কটের রাস্তায় হেঁটেছিলেন মহমেডান ক্লাবের ফুটবলারেরা। এ বার একই জিনিস দেখা গেল ক্রিকেট মাঠেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুর্বার রাজশাহীও অনুশীলনে নামল না বেতন বকেয়ার প্রতিবাদে। তবে মহমেডানের ফুটবলারেরা এক ঘণ্টা পরে অনুশীলন করলেও রাজশাহীর ক্রিকেটারেরা পুরো এক দিন অনুশীলন করেননি।

Advertisement

চট্টগ্রামে সোমবার সকালে অনুশীলন ছিল রাজশাহী দলের। তবে কেউই অনুশীলন করেননি। নামপ্রকাশ না করার শর্তে কিছু ক্রিকেটার জানিয়েছিলেন, দলের মালিক শফিক রহমান বেতন দেওয়ার তারিখ বেশ কয়েক বার পিছোলেও টাকা দেননি। তাই দলের ক্রিকেটারেরা পরিচালন সমিতিকে জানিয়ে দেন, সোমবার অনুশীলন করবেন না।

সে দিন রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুখ আহমেদ কথা বলেন বোর্ডের ডিরেক্টরদের সঙ্গে। এর পর শফিক, অধিনায়ক আনামুল হক এবং বাকি কয়েক জন ক্রিকেটারের সঙ্গেও কথা হয়। অবশেষে বুধবার রাতে একটি ভিডিয়ো বিবৃতিতে রাজশাহীর অপারেশন্স-ইন-চার্জ জায়েদ আহমেদ জানান, বৃহস্পতিবারই সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

Advertisement

জায়েদ বলেছেন, “১৬ জানুয়ারি সকলের টাকা মিটিয়ে দেওয়া হবে। সময় মতো ক্রিকেটারদের বেতন দিতে না পারায় আমরা ব্যথিত। অস্বীকার করার জায়গা নেই, এমনটা হওয়া উচিত ছিল না। পরিচালন সমিতি ২৫ শতাংশ টাকা নগদে, বাকি ২৫ শতাংশ চেকে দেবে।”

তাঁর সংযোজন, “আমাদের মালিক বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছেন ফোনে। আমি নিজে ওঁর সঙ্গে দেখা করেছি। ভাল কথাবার্তা হয়েছে। উনি পরিস্থিতি বুঝতে পেরেছেন। আমরাও ক্ষমা চেয়েছি।”

জায়েদের দাবি, ফোনে শফিকের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণেই ব্যাঙ্কে কিছু চেক ‘বাউন্স’ হয়েছে। তিনি বলেছেন, “মনে করে দেখুন, যে দিন আমাদের মালিকের স্ত্রী মাঠে গিয়েছিলেন সে দিন বলের আঘাতে ওঁর হাড়ে চিড় ধরে। ওঁকে চিকিৎসার জন্য ব্যাঙ্ককে নিয়ে যাওয়া হয়। মালিক স্ত্রীর সঙ্গে ছিলেন। আমরা আগেই চেক দিয়েছিলাম। মালিক আমাকে বলেও দিয়েছিলেন, যে হেতু তিনি দেশে থাকবেন না তাই আমি যেন ক্রিকেটারদের বলে দিই চেক জমা না দিতে।”

জায়েদ যোগ করেছেন, “আমি ক্রিকেটারদের বলা সত্ত্বেও দু’-একজন চেক জমা দেয়। ওরা ভুলে গিয়েছিল যে মালিক ব্যাঙ্ককে রয়েছেন।”

বিপিএলে দলগুলি প্রতিযোগিতা শুরুর আগে অর্ধেক বেতন দিয়ে দেয় ক্রিকেটারদের। প্রতিযোগিতার মাঝে ২৫ শতাংশ এবং শেষে বাকি ২৫ শতাংশ দেওয়া হয়। তবে প্রতিযোগিতা শুরু হয়ে গেলেও স্থানীয় ক্রিকেটারদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement