মহম্মদ শামি। — ফাইল চিত্র।
কয়েক দিন আগেই শোনা যাচ্ছিল, শেষ দুই টেস্টের আগে অস্ট্রেলিয়া যাবেন মহম্মদ শামি। এমনও খবর শোনা গিয়েছিল যে, শামির কিট ইতিমধ্যেই সে দেশে চলে গিয়েছে। কিন্তু সেই সম্ভাবনা ক্রমশ কমছে। শনিবার বিজয় হজারে ট্রফির জন্য বাংলার দল ঘোষিত হয়েছে। দলে রয়েছেন শামি। ফলে তাঁর অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
বিজয় হজারে ট্রফি শুরু ২১ ডিসেম্বর। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। বিজয় হজারের গ্রুপ পর্বই শেষ হচ্ছে ৫ জানুয়ারি। অর্থাৎ, গ্রুপ পর্ব পুরোটা খেললে শামির আর অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে না।
শামি যে অস্ট্রেলিয়ায় যেতে চাইছেন না সে খবর আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। দীর্ঘ চোট সারিয়ে কয়েক দিন আগেই ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে একটি রঞ্জি ম্যাচ খেলেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও সেটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। জানা গিয়েছে, এখন পাঁচ দিনের খেলার ধকল নিতে চাইছেন না শামি। সেই কারণেই হয়তো নির্বাচকেরা তাঁকে আর অস্ট্রেলিয়া পাঠাতে চাইছেন না। ঘরোয়া ক্রিকেট খেলে আন্তর্জাতিক ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে চাইছেন শামি।
বাংলার দলে শামি ছাড়াও রয়েছেন মুকেশ কুমার। অস্ট্রেলিয়া সফরে তাঁকে রিজ়ার্ভ বোলার হিসাবে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ, বিজয় হজারের জন্য মুকেশকে ছেড়ে দেওয়া হতে পারে। সৈয়দ মুস্তাক আলিতে খেলেননি বাংলার রঞ্জি অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বিজয় হজারেতে খেলবেন তিনি। তবে এই প্রতিযোগিতাতেও বাংলার অধিনায়কত্ব করবেন সুদীপ ঘরামি।
বিজয় হজারের গ্রুপ পর্বে বাংলার প্রথম ম্যাচ ২১ ডিসেম্বর। হায়দরাবাদে দিল্লির বিরুদ্ধে নামবেন শামিরা। সেই ম্যাচ খেলতে আগামী বুধবার কোচ লক্ষ্মীরতন শুক্লের নেতৃত্বে কলকাতা ছাড়বে বাংলা দল।