পাকিস্তান সুপার লিগের জয়ী দলকে দেওয়া হয় এই ট্রফি। এ বার প্রতিযোগিতার আগেই সমস্যায় দলগুলি। —ফাইল চিত্র।
আইপিএলের সময়েই পাকিস্তান সুপার লিগ করতে চায় সে দেশের ক্রিকেট বোর্ড। সেখানে বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে একটা পরিকল্পনা করেছে তারা। পাকিস্তান সুপার লিগের দলগুলি ঠিক করে আইপিএলে অবিক্রিত ক্রিকেটারদের কিনবে তারা। কিন্তু সেখানেও সমস্যা। টাকার অভাবে ক্রিকেটারদের সই করাতে হিমশিম খাচ্ছে তারা।
৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা আগামী মরসুমের পাকিস্তান সুপার লিগ। একই সময়ে ভারতে আইপিএল হওয়ার কথা। ফলে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের পাবে না তারা। সেই কারণে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, আদিল রশিদের মতো যে বিদেশিরা আইপিএলে দল পাননি তাঁদের কিনতে চাইছে পাকিস্তানের দলগুলি।
পাকিস্তানে আইপিএলের মতো নিলাম হয় না। সেখানে হয় প্লেয়ার্স ড্রাফ্ট। অর্থাৎ, ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের সই করান দলগুলি। ১১ জানুয়ারি সেই ড্রাফ্ট হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোনও ক্রিকেটারের সর্বাধিক মূল্য রাখা হয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। অর্থাৎ, তার থেকে বেশি টাকায় কাউকে কেনা যাবে না।
এখানেই হয়েছে সমস্যা। পাকিস্তান সুপার লিগের একটি দলের কর্তা জানিয়েছেন, বোর্ড চাইছে তাঁরা সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের সই করান। বোর্ড এতে নাক গলাবে না। কিন্তু ওই টাকায় অনেক ক্রিকেটার সই করতে চাইছেন না। আবার যদি কোনও ক্রিকেটারকে বেশি টাকা দেওয়া হয় তা হলে টাকার সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ক্রিকেটারদের দামে বিশাল ফারাক হলে কোনও ক্রিকেটার সই করতে না-ও চাইচে পারেন। সেই নিয়েই শুরু হয়েছে সমস্যা।
এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের কিছু দল বোর্ডকে না জানিয়েই ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে খবর। তাতেও সমস্যা মিটছে না। দলগুলি চাইছে, বোর্ড ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝান যে, পাকিস্তান সুপার লিগ যখন হবে তখন ওয়ার্নার, স্মিথের মতো ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ নেই। আইপিএলেও তাঁরা খেলছেন না। ফলে তাঁদের পাকিস্তানে খেললে ক্ষতি হবে না। কিন্তু বোর্ড কোনও পদক্ষেপ করছে না। ফলে ক্রিকেটার কিনতে হিমশিম খাচ্ছে পাকিস্তানের দলগুলি।