১৬ বছর বয়সেই নজর কেড়েছে জি কমলিনী। ছবি: সমাজমাধ্যম।
গত মাসে আইপিএলের নিলামে মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয়েছিল বিহারের বৈভব সূর্যবংশী। ১ কোটি ৩০ লক্ষ টাকায় তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস। মহিলাদের আইপিএলের নিলামে বৈভবকেও ছাপিয়ে গেল জি কমলিনী। তাকে নিয়ে কাড়াকাড়ি হল। শেষ পর্যন্ত ১৬ বছরের এই ক্রিকেটারকে ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।
এমন একটি দিনে মহিলাদের আইপিএলের নিলাম ছিল, যে দিন ভারতের অনূর্ধ্ব-১৯ দল খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করে পাকিস্তান। বল হাতে নজর কাড়ে সোনম যাদব। ৪ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেয় সে। জবাবে মাত্র ৭.৫ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকে কমলিনী। ম্যাচের সেরা হয় সে। একই দিনে নিলামে কোটিপতিও হল তামিলনাড়ুর এই ক্রিকেটার।
রবিবার বেঙ্গালুরুতে হল মহিলাদের আইপিএলের ছোট নিলাম। সেখানে কমলিনীর দর ছিল ১০ লক্ষ টাকা। তার নাম উঠতেই কাড়াকাড়ি শুরু হয় দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের। দাম চড়তে থাকে। শেষ পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষ টাকায় তাকে কেনে মুম্বই।
কে এই কমলিনী?
মাত্র ১৬ বছর বয়সেই এই ক্রিকেটার ভারতের মহিলাদের ক্রিকেটে নজর কেড়েছে। তামিলনাড়ুর মেয়ে কমলিনী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক রান করেছে। আটটি ম্যাচে ৩১১ রান করেছে সে। মেরেছে ১০টি ছক্কা। তামিলনাড়ুকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছে কমলিনী।
ভারতের সিনিয়র দলে এখনও সুযোগ না পেলেও অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিক ভাবে ভাল খেলছে কমলিনী। ভারত-বি দলের হয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯ রান করেছিল সে। বাঁহাতি এই ব্যাটার স্পিন বলও করতে পারে। তামিলনাড়ুর বয়সভিত্তিক প্রতিযোগিতায় উইকেটরক্ষক হিসাবেও দেখা গিয়েছে তাকে। সেই কারণেই এই অলরাউন্ডারকে নিতে ঝাঁপিয়েছে দলগুলি।