—প্রতীকী চিত্র।
তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন ৩২ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ়ে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন শেন ডরিচ। কিন্তু জাতীয় দলে ফেরার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন তিনি। এমন সিদ্ধান্তের কোনও কারণ জানাননি তিনি।
রবিবার থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ়ের তিন ম্যাচের এক দিনের সিরিজ়। ওয়েস্ট ইন্ডিজ়ের ১৫ সদস্যের দলে দ্বিতীয় উইকেট হিসাবে রাখা হয়েছিল ডরিচকে। কিন্তু বৃহস্পতিবার তিনি হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। খেলবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ও। তাঁর এই সিদ্ধান্ত বিস্মিত করেছে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট কর্তাদের। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের জন্য ডরিচের পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়নি। ফলে দলে এক মাত্র উইকেটরক্ষক হিসাবে থাকছেন অধিনায়ক সাই হোপ।
ক্রিকেটজীবনে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৩৫টি টেস্ট খেললেও এক দিনের ম্যাচ খেলেছেন একটি। এক মাত্র ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচটি তিনি খেলেন ২০১৯ সালে ডাবলিনে বাংলাদেশের বিরুদ্ধে। সাদা বলের ক্রিকেটের জন্য কখনই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ়ের নির্বাচকেরা বিবেচনা করেননি। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। হ্যামিল্টনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর আর ওয়েস্ট ইন্ডিজ়ের জার্সি পরার সুযোগ হয়নি তাঁর।