শেখর যাদব। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে মন্তব্যের জেরে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখর যাদবের বিরুদ্ধে তদন্তের আর্জি জানালেন প্রবীণ আইনজীবীদের একাংশ। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাকে লেখা চিঠিতে ১৩ জন প্রবীণ আইনজীবী জানিয়েছেন, বিচারপতি যাদবের ওই বক্তব্য ‘ঘৃণা ভাষণ’-এর শামিল। ফলে স্বতঃপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন ওই আইনজীবীরা। ইলাহাবাদ হাই কোর্ট চত্বরে বিশ্ব হিন্দু পরিষদের আইনি সেলের অনুষ্ঠানে বিচারপতি যাদব বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সমাজে সম্প্রীতি, লিঙ্গসাম্য, ধর্মনিরপেক্ষতা বাড়বে। বলতে আপত্তি নেই যে, এটা হিন্দুস্তান। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছে অনুযায়ীই দেশ চলবে। এটাই আইন। আমি হাই কোর্টের বিচারপতি হিসেবে এটা বলতে পারি না যে, এমন কথা বলা চলবে না।”