Share Market

তিন বছরে বৃদ্ধি মাত্র ০.৫%! শেয়ার বাজারে লগ্নিতে জাতীয় গড়ের নীচে এ রাজ্যের মহিলারা

স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এ রাজ্য থেকে শেয়ার বাজারে মোট নথিভুক্ত লগ্নিকারীদের মধ্যে ২২.৯% মহিলা।

Advertisement

অঙ্কুর সেনগুপ্ত

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৭:৩৯
Share:

জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে পশ্চিমবঙ্গের মহিলারা। —প্রতীকী চিত্র।

আয়কর দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকলেও শেয়ার বাজারে লগ্নির দিক থেকে জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে পশ্চিমবঙ্গের মহিলারা। স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে এ রাজ্য থেকে শেয়ার বাজারে মোট নথিভুক্ত লগ্নিকারীদের মধ্যে ২২.৯% মহিলা। ২০২১-২২ সালে যা ২২.৪% ছিল। অর্থাৎ, এই তিন বছরে অনুপাত মাত্র ০.৫ শতাংশ বিন্দু বেড়েছে। সারা দেশে এই ক্ষেত্রে তাঁদের অংশীদারি ২৩.৯%। তিন বছরে বেড়েছে ১.৩ শতাংশ বিন্দু।

Advertisement

রিপোর্টে প্রকাশ, আলোচ্য সময়ে মহিলাদের শেয়ারে অংশগ্রহণের অনুপাত সবচেয়ে বেড়েছে হিমাচল প্রদেশে (৩.৭ শতাংশ বিন্দু)। তার ঠিক পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ (৩.২ শতাংশ বিন্দু), ছত্তীসগঢ় (৩.১ শতাংশ বিন্দু), মধ্যপ্রদেশ (৩.১ শতাংশ বিন্দু), পঞ্জাব এবং উত্তর-পূর্বের (৩ শতাংশ বিন্দু) রাজ্যগুলি। আবার সামগ্রিক ভাবে মহিলাদের অংশগ্রহণের নিরিখে উপরের দিকে রয়েছে ছোট রাজ্যগুলি। শীর্ষে গোয়া (৩২%), চণ্ডীগড় (৩১.৬%) এবং অসম (২৯.৯%)। পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড। তালিকায় সবচেয়ে নীচে বিহার (১৫.৪%) ও জম্মু-কাশ্মীর (১৫.৫%)।

আর্থিক বিশেষজ্ঞ নীলাঞ্জন দে বলেন, ‘‘কোন রাজ্য এগোল বা পিছোল সেটা বাদ দিলে দেখা যাবে, শেয়ার বাজারে মহিলাদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে। তাঁদের অংশীদারি ২৪%-২৫% মানে প্রতি চার জন লগ্নিকারীর মধ্যে এক জন মহিলা। তাঁরা যে আর্থিক ভাবে স্বাধীন হচ্ছেন, তার প্রমাণ এই রিপোর্ট। প্রযুক্তি ব্যবহারের সুবিধাও অন্যতম কারণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement