BGT 2024-25

হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা, দলের প্রয়োজনের সময় বল না করতে পেরে হতাশ বুমরাহ

পাঁচ টেস্টের সিরিজ়ে ৩২টি উইকেট নিয়ে সেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। সিডনিতে দলকে প্রয়োজনের সময় সাহায্য করতে না পারায় তিনি হতাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১০:১৯
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে হারলেও বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের মান রাখলেন জসপ্রীত বুমরাহ। পাঁচ টেস্টের সিরিজ়ে ৩২টি উইকেট নিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরাহই। তাঁর নেতৃত্বেই পার্‌থে জিতে এগিয়ে গিয়েছিল ভারত। পিঠের চোটের জন্য সিডনিতে শেষ দু’দিন দলকে প্রয়োজনের সময় সাহায্য করতে পারেননি। তাই সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েও হতাশ ভারতের সহ-অধিনায়ক।

Advertisement

ম্যাচের পর বুমরাহের গলায় শোনা সেই হতাশার সুর। হারের হতাশা বাড়িয়ে দিয়েছে তাঁর চোট। বুমরাহ বললেন, ‘‘খুব হতাশ লাগছে। কিন্তু কখনও কখনও শরীরের কথা ভাবতেই হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়। এই সিরিজ় বোলিং খুব উপভোগ করেছি। রবিবারও বল করতে পারলে ভাল লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালেও কথা বলি সংশ্লিষ্টদের সঙ্গে। সতীর্থদের উপর অবশ্য ভরসা ছিল। প্রথম ইনিংসে আমাদের অন্য বোলারেরাও বেশ ভাল বল করেছে।’’

সিরিজ় হারতে হলেও বুমরাহ মনে করেন, গোটা সিরিজ়ে দু’দলের মধ্যে ভাল লড়াই হয়েছে। তিনি বলেছেন, ‘‘সিরিজ়ে ভালই লড়াই হয়েছে। রবিবার সকালেও আমরা লড়াইয়ে ছিলাম। এই সিরিজ় আমাদের অনেক অভিজ্ঞ করবে। অনেক কিছু শিখেছি আমরা। আমাদের দলে এ বার অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। যারা প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলল। এই সিরিজ় ওদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামী দিনে ওদের আরও শক্তিশালী করবে।’’

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে ভারতের প্রাপ্তি কী? বুমরাহ বলেছেন, ‘‘এখানে যেগুলো শিখলাম, সেগুলো আগামী দিনে কাজে লাগাতে হবে আমাদের। ক্রিকেট যেমন শেখার, তেমনই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও। সব মিলিয়ে একটা দারুণ সিরিজ় হল। যোগ্য দল হিসাবে জিতেছে অস্ট্রেলিয়া। ওদের অভিনন্দন।’’

ভারতীয় দলের আগামী লক্ষ্যের কথাও শোনা গিয়েছে বুমরাহের মুখে। তিনি বলেছেন, ‘‘আমরা নিজেদের ভুল, দুর্বলতা নিয়ে আলোচনা করব। আমাদের আরও সংঘবদ্ধ হতে হবে। থেমে থাকার সুযোগ নেই। এখান থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement