India tour of Australia 2024

অস্ট্রেলিয়ায় সমস্যায় ভারত, চোট বিরাটের, অনুশীলন ম্যাচে করলেন মাত্র ১৫, আহত রাহুলও

বৃহস্পতিবার বিরাটকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। আশা করা হচ্ছে রিপোর্ট ঠিক থাকবে। শুক্রবার ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে। তিন দিনের এই ম্যাচে খেলছেন বিরাট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১১:৪৬
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে চোট পেলেন বিরাট কোহলি। স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে চোট তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। কারণ শুক্রবার বিরাটকে প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা গিয়েছে। যদিও সেই ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি।

Advertisement

বৃহস্পতিবার বিরাটকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। আশা করা হচ্ছে রিপোর্ট ঠিক আছে। শুক্রবার ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে। তিন দিনের এই ম্যাচে খেলছেন বিরাট। সেখানে ভারত এ দলের ক্রিকেটারেরাও রয়েছেন। বিরাটকে আউট করেন মুকেশ কুমার। ১৫ রান করে আউট হয়ে যান তিনি। আউট হওয়ার পর সঙ্গে সঙ্গে নেটে চলে যান বিরাট। সেখানে বেশ কিছু ক্ষণ ব্যাট করতে দেখা যায় তাঁকে।

অনুশীলন ম্যাচে রান পাননি ঋষভ পন্থও। ১৯ রান করে আউট হয়ে যান তিনি। নীতীশ কুমার রেড্ডির বলে বোল্ড হন পন্থ। ১৫ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সওয়ালও। পন্থ শুরুতে সাবলীল ভাবে খেললেও শর্ট বলের বিরুদ্ধে নড়বড়ে দেখায় তাঁকে। ভারতীয় পেসারেরা শর্ট বল করতে শুরু করতেই সমস্যায় পড়েন পন্থ। চোট পেয়েছেন রাহুল। ফিজিয়োর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। তবে তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি।

Advertisement

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে আর কোনও অনুশীলন ম্যাচ নেই ভারতের। এই ম্যাচের পর নেটে অনুশীলনের উপরেই ভরসা করতে হবে বিরাটদের। ভারত এ বনাম ভারতীয় দলের একটি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তা বাতিল করে দেওয়া হয়। তবে তিন দিনের এই অনুশীলন ম্যাচে ভারত এ দলের কিছু ক্রিকেটার রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement