Virat Kohli

Virat Kohli's 100th Test: দ্রাবিড়ের থেকে শততম টেস্টের বিশেষ টুপি পেয়ে কোহলীর মুখে বিরাট পরিবারের কথা

সেই টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনূর্ধ্ব ১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১০:০৮
Share:

দ্রাবিড়ের হাত থেকে স্মারক নিচ্ছেন বিরাট। ছবি: টুইটার থেকে

মোহালির টেস্ট বিরাট কোহলীর জীবনে অন্যতম মাইলফলক। শততম টেস্ট খেলতে নামলেন তিনি। ম্যাচ শুরুর আগে রাহুল দ্রাবিড়ের হাত থেকে স্মারক পেলেন বিরাট। সেই মুহূর্তে পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে রয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলীও। দল, সতীর্থদের আগে নিজের পরিবারের কথা উঠে এল বিরাটের মুখে।

বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার দ্রাবিড় বলেন, “এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।” ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার দ্রাবিড়। তাঁর হাত থেকে এই সম্মান পেয়ে খুশি বিরাটও। স্মারক হিসাবে একটি টুপি দেওয়া হয় বিরাটকে।

Advertisement

সেই টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনূর্ধ্ব ১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।”

আগামী প্রজন্মের কথাও উঠে এসেছে বিরাটের মুখে। তিনি বলেন, “এখনকার সময় প্রচুর ক্রিকেট খেলা হয়। তিন ধরনের ক্রিকেট, আইপিএল। আগামী প্রজন্ম আমার কাছ থেকে একটা জিনিস নিতে পারে। ক্রিকেটের কুলীনতম ধরনে ১০০টি ম্যাচ খেলেছি আমি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement