ফিরলেন পন্থ। ছবি: টুইটার থেকে
আড়াইশো রানের গণ্ডি পার করল ভারত। শ্রেয়স ফিরলে ব্যাট করতে নামেন জাডেজা। পন্থের সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে চলেছেন তিনি।
ধনঞ্জয়ের বলে এলবিডব্লিউ শ্রেয়স। ৪৮ বলে ২৭ রান করে ফিরলেন তিনি।
৪৫ রান করে আউট বিরাট। শ্রীলঙ্কার স্পিনার লসিথ এমবালদেনিয়ার বলে বোল্ড হলেন তিনি। ৭৬ বলে ৪৫ রান করেন বিরাট।
টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান করে ফেললেন বিরাট কোহলী। ষষ্ঠ ভারতীয় হিসাবে এই মাইলফলক ছুঁলেন তিনি।
মোহালিতে কোহলীর শততম টেস্টে ভারতীয় ব্যাটারদের দাপট। শুরুতে দুই ওপেনার দ্রুত রান তুলে দেওয়ার পর, কোহলী এবং হনুমার জুটি ভারতকে এগিয়ে নিয়ে চলেছে। ৩৭ ওভারে ১৫০ রান তুলে নিয়েছে ভারত।
প্রথম বার ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হনুমা বিহারী। চেতেশ্বর পুজারার জায়গায় তাঁকে তিন নম্বরে পাঠায় ভারত। প্রথম ম্যাচেই অর্ধশতরান করে পুজারার উপর চাপ বাড়িয়ে দিলেন হনুমা। পঞ্চম টেস্ট অর্ধশতরান করলেন তিনি।
৩৫ ওভারে ১৪৩ রান তুলল ভারত। ৬৩ রানের জুটি গড়ে ফেলেছেন বিরাট এবং বিহারী।
মধ্যাহ্নভোজের আগে ১০৯ রান তুলল ভারত। ক্রিজে রয়েছেন বিরাট এবং হনুমা। সাজঘরে ফিরে গিএয়ছেন ভারতের দুই ওপেনার রোহিত এবং ময়ঙ্ক। রোহিত করেন ২৯ রান এবং ময়ঙ্ক করেন ৩৩ রান। বিরাট অপরাজিত ১৫ রানে, তিন নম্বরে নেমে হনুমা অপরাজিত ৩০ রানে।
মধ্যাহ্নভোজের আগেই ১০০ রান তুলে নিল ভারত। ২২.১ ওভারেই ১০০ রান ভারতের। ক্রিজে রয়েছেন বিরাট এবং হনুমা।
বাঁহাটি পেসারকে স্ট্রেট ড্রাইভে চার মারলেন বিরাট। অপূর্ব স্ট্রেট ড্রাইভ দেখল মোহালি।
মাঠে দ্বিতীয় বলেই লেগ সাইডে মারতে গিয়ে মিস হিট করলেন তিনি। দীর্ঘ দিন বড় রান না পাওয়া, শততম টেস্ট, এই সবের চাপ কাজ করছে প্রাক্তন ভারত অধিনায়কের মনে? সেটাই যেন দেখা দিল এই শটে। এখনও অবধি তিনটি বল খেলেছেন বিরাট। করেছেন ২ রান।
মোহালির গ্যালারি 'বিরাট, বিরাট' চিৎকার করছে। ময়ঙ্ক ফিরতে ক্রিজে নামলেন বিরাট। শততম টেস্টে ব্যাট করছেন তিনি।
১২ ওভারে রোহিতকে হারিয়ে ভারত তুলল ৬২ রান। ময়ঙ্কের সঙ্গে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী।