India vs Sri Lanka 2022

India vs Sri Lanka 2022: প্রথম দিনে উঠল ৩৫৭ রান, শতরান হাতছাড়া পন্থের

টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর এ বার টেস্ট সিরিজ। রোহিত শর্মার ভারতের সামনে শ্রীলঙ্কা। প্রথম বার টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ০৯:০১
Share:

ফিরলেন পন্থ। ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৭:২২

প্রথম দিনের খেলা শেষ

প্রথম দিনেই ৩৫৭ রান তুলে ফেলল ভারত। 

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৬:৪৫ key status

শতরান হাতছাড়া

৯৬ রানে আউট হলেন পন্থ। লকমলের বলে বোল্ড হলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৬:০৮ key status

পন্থের অর্ধশতরান

টেস্ট ক্রিকেটে আট নম্বর অর্ধশতরান করে ফেললেন পন্থ। 

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৫:৪০

ক্রিজে পন্থ এবং জাডেজা

আড়াইশো রানের গণ্ডি পার করল ভারত। শ্রেয়স ফিরলে ব্যাট করতে নামেন জাডেজা। পন্থের সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে চলেছেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৫:২৩ key status

আউট শ্রেয়স

ধনঞ্জয়ের বলে এলবিডব্লিউ শ্রেয়স। ৪৮ বলে ২৭ রান করে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৫:১৬

২০০ রান তুলে ফেলল ভারত

৫৪.৩ ওভারে ২০০ রান তুলে নিল ভারত। 

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৩:৪১ key status

আউট বিহারী

এ বার ফিরলেন হনুমা বিহারী। ১২৮ বলে ৫৮ রান করে আউট তিনি। 

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৩:৪১ key status

আউট বিরাট

৪৫ রান করে আউট বিরাট। শ্রীলঙ্কার স্পিনার লসিথ এমবালদেনিয়ার বলে বোল্ড হলেন তিনি। ৭৬ বলে ৪৫ রান করেন বিরাট।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৩:২২ key status

টেস্টে ৮ হাজার রান বিরাটের

টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান করে ফেললেন বিরাট কোহলী। ষষ্ঠ ভারতীয় হিসাবে এই মাইলফলক ছুঁলেন তিনি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১২:৫৭

১৫০ রানে গণ্ডি পার

মোহালিতে কোহলীর শততম টেস্টে ভারতীয় ব্যাটারদের দাপট। শুরুতে দুই ওপেনার দ্রুত রান তুলে দেওয়ার পর, কোহলী এবং হনুমার জুটি ভারতকে এগিয়ে নিয়ে চলেছে। ৩৭ ওভারে ১৫০ রান তুলে নিয়েছে ভারত।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১২:৫২ key status

অর্ধশতরান হনুমা বিহারীর

প্রথম বার ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হনুমা বিহারী। চেতেশ্বর পুজারার জায়গায় তাঁকে তিন নম্বরে পাঠায় ভারত। প্রথম ম্যাচেই অর্ধশতরান করে পুজারার উপর চাপ বাড়িয়ে দিলেন হনুমা। পঞ্চম টেস্ট অর্ধশতরান করলেন তিনি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১২:৪৬

ভারত | ৩৫ ওভার

৩৫ ওভারে ১৪৩ রান তুলল ভারত। ৬৩ রানের জুটি গড়ে ফেলেছেন বিরাট এবং বিহারী।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১১:৩২ key status

প্রথম দিন মধ্যাহ্নভোজ শেষে

মধ্যাহ্নভোজের আগে ১০৯ রান তুলল ভারত। ক্রিজে রয়েছেন বিরাট এবং হনুমা। সাজঘরে ফিরে গিএয়ছেন ভারতের দুই ওপেনার রোহিত এবং ময়ঙ্ক। রোহিত করেন ২৯ রান এবং ময়ঙ্ক করেন ৩৩ রান। বিরাট অপরাজিত ১৫ রানে, তিন নম্বরে নেমে হনুমা অপরাজিত ৩০ রানে।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১১:২১

ভারতের ১০০ রান

মধ্যাহ্নভোজের আগেই ১০০ রান তুলে নিল ভারত। ২২.১ ওভারেই ১০০ রান ভারতের। ক্রিজে রয়েছেন বিরাট এবং হনুমা।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১১:১৫

চার মারলেন বিরাট

বাঁহাটি পেসারকে স্ট্রেট ড্রাইভে চার মারলেন বিরাট। অপূর্ব স্ট্রেট ড্রাইভ দেখল মোহালি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১১:১২

চাপে বিরাট?

মাঠে দ্বিতীয় বলেই লেগ সাইডে মারতে গিয়ে মিস হিট করলেন তিনি। দীর্ঘ দিন বড় রান না পাওয়া, শততম টেস্ট, এই সবের চাপ কাজ করছে প্রাক্তন ভারত অধিনায়কের মনে? সেটাই যেন দেখা দিল এই শটে। এখনও অবধি তিনটি বল খেলেছেন বিরাট। করেছেন ২ রান।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১১:০৩ key status

মাঠে বিরাট

মোহালির গ্যালারি 'বিরাট, বিরাট' চিৎকার করছে। ময়ঙ্ক ফিরতে ক্রিজে নামলেন বিরাট। শততম টেস্টে ব্যাট করছেন তিনি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১১:০২

ময়ঙ্ক আউট

এলবিডব্লিউ হলেন ময়ঙ্ক। ৩৩ রান করলেন তিনি।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১০:৩৪

ভারত | ১২ ওভার

১২ ওভারে রোহিতকে হারিয়ে ভারত তুলল ৬২ রান। ময়ঙ্কের সঙ্গে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী।

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১০:২৩ key status

আউট রোহিত

পুল মারতে গিয়ে আউট রোহিত। লাহিরু কুমারের ওভারে ৮ রান উঠেছিল। কিন্তু আরও একটা বাউন্ডারি মারতে গিয়ে আউট হলেন তিনি। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম খেলতে নেমে ২৯ রান করে আউট রোহিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement