Virat welcomed second child

বিরাট-অনুষ্কার ঘরে এল দ্বিতীয় সন্তান, তারকা দম্পতি কী নাম রাখলেন পুত্রের?

পুত্রসন্তান জন্মানোর পাঁচ দিন পর সমাজমাধ্যমে সুখবর দিয়েছেন অনুষ্কা। জানিয়েছেন পুত্রের নামও। বলিউড অভিনেত্রী জানিয়েছেন, ভাইকে পেয়ে খুশি মেয়ে ভামিকাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৩
Share:

(বাঁদিকে) বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র।

জল্পনার অবসান। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। মেয়ে ভামিকার পর তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নামও ঠিক করে ফেলেছেন বিরুষ্কা (বিরাট এবং অনুষ্কাকে একসঙ্গে এই নামেই ডাকেন ভক্তরা)।

Advertisement

বিরুষ্কা ছেলের নাম রেখেছেন ‘অকায়’। অনুষ্কা সমাজমাধ্যমে পুত্রসন্তান জন্মের খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। একই সঙ্গে জানিয়েছেন পুত্রের নামও। দ্বিতীয় সন্তান জন্মের পাঁচ দিন পর মঙ্গলবার অনুষ্কা লিখেছেন, ‘‘আমাদের হৃদয়ের সমস্ত ভালবাসা এবং আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান ‘অকায়’কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভামিকা তার ছোট্ট ভাইকে স্বাগত জানিয়েছে। আমরা আমাদের জীবনের এই সুন্দর সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি। আমরা এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্যও অনুরোধ করছি।’’

বেশ কিছু দিন ধরেই জল্পনা ছিল অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীর পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। সেই জল্পনা আরও উস্কে দেন বিরাটের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স।

Advertisement

ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলতে গিয়েছিল। বিরাট প্রথম টেস্ট খেলে ভারতে ফিরে এসেছিলেন স্ত্রীর পাশে থাকার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement