বিরাট কোহলি। ছবি: পিটিআই।
ইডেনে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। দুই দল মিলিয়ে ২২ জন ক্রিকেটারের মধ্যে বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলতে একা বিরাট কোহলি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। এই দুই দলের আর কোনও ক্রিকেটার বিশ্বকাপ জেতেননি। দক্ষিণ আফ্রিকা কোনও দিন বিশ্বকাপই জেতেনি। কিন্তু রবিবার মাঠে আরও দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার রয়েছেন।
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে রয়েছেন কুমার ধর্মসেনা এবং পল রেইফেল। তাঁরা দু’জনেই প্রাক্তন ক্রিকেটার। এই দুই আম্পায়ারই ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতেছেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছিল। সে বারের দলে ছিলেন ধর্মসেনা। ফাইনালও খেলেছিলেন এই প্রাক্তন স্পিনার। রেইফেল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। পাকিস্তানকে সেই ফাইনালে হারানোর পর ক্রিকেট থেকে অবসর নেন রেইফেল।
ভারত ২০১১ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই দলে খেলেছিলেন বিরাট। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে তিনি কাঁধে তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকরকে। এটি বিরাটের চতুর্থ বিশ্বকাপ।
ভারতের এ বারের দলে আরও এক বিশ্বকাপজয়ী ক্রিকেটার আছেন। তিনি রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু রবিবার ইডেনে প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। তাই মাঠে বিরাটই এক মাত্র বিশ্বকাপজয়ী ক্রিকেটার। সঙ্গে দুই প্রাক্তন বিশ্বকাপজয়ী ধর্মসেনা এবং রেইফেল।