ICC ODI World Cup 2023

দল থেকে বাদ পড়তে হয়েছিল কাকা-ভাইপোর জন্য, শতরান করেই জবাব দিলেন পাক ওপেনার

নিন্দকদের ধারণা কাকা ইনজামাম উল হক নির্বাচক ছিলেন বলেই তাঁর ভাইপো ইমাম উল হককে প্রথম একাদশে রেখে দল গড়ছিল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে হারের পরেই ইস্তফা দেন ইনজামাম। তার পর থেকেই ইমামের জায়গায় প্রথম একাদশে ফখর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৬:২৩
Share:

ফখর জমান। —ফাইল চিত্র।

এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচের পরেই বসিয়ে দেওয়া হয়েছিল ফখর জমনকে। নিন্দকদের ধারণা কাকা ইনজামাম উল হক নির্বাচক ছিলেন বলেই তাঁর ভাইপো ইমাম উল হককে প্রথম একাদশে রেখে দল গড়ছিল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে হারের পরেই ইস্তফা দেন ইনজামাম। তার পর থেকেই ইমামের জায়গায় প্রথম একাদশে ফখর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরানের পর মুখ খুললেন তিনি।

Advertisement

ফখর ৮১ বলে ১২৬ রান করে অপরাজিত ছিলেন। সেই কারণেই ডিএলএস নিয়মে শনিবার জিতে গিয়েছে পাকিস্তান। আটটি চার এবং ১১টি ছক্কা হাঁকান ফখর। দলকে জেতানো ইনিংস খেলার পর তিনি বলেন, “যে সময় আমাকে বসিয়ে রাখা হয়েছিল, সেই সময় আমি বিশ্রাম নিইনি। বিশ্বকাপে খেলতে আসার আগে দু’দিনের জন্য বাড়ি গিয়েছিলাম। সেই সময়ে কোচের কাছে অনুশীলন করেছিলাম। আমার বাড়ির কাছে একটা অ্যাকাডেমি আছে। সেখানে অনুশীলন করতাম।”

বিশ্বকাপের শতরানটি ফখর সেই কোচকেই উৎসর্গ করেছেন। ফখর বলেন, “আমার এই ইনিংসটা কোচ আফতাব খান আর ওই অ্যাকাডেমির জন্য। আমার খামতিগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সকলেই পরিশ্রম করে, কিন্তু পাশে কিছু মানুষকেও প্রয়োজন।”

Advertisement

বিশ্বকাপে এক সময় টানা ম্যাচ হারছিল পাকিস্তান। সেই সময় প্রথম একাদশে সুযোগ পাননি ফখর। বাইরে থেকে দেখছিলেন দলের হার। ফখর বলেন, “আমাদের দলে ছন্দের অভাব রয়েছে। সেটা পেলেই সকলে মিলে ভাল খেলতে শুরু করবে। শেষ ম্যাচে বোলারেরা খুব ভাল বল করেছিল। এই ম্যাচেও শেষের দিকে ভাল বল করেছে ওরা। ৩০-৪০ রান আটকে দিয়েছি আমরা। সেটা মনে হয় এ বার পেয়ে গিয়েছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement