Team India

চার দিন পর মনে পড়ল! টেস্টের তৃতীয় দিনে হঠাৎ কালো ব্যান্ড ভারতীয় ক্রিকেটারদের হাতে

হঠাৎ টেস্টের তৃতীয় দিনে কেন কালো ব্যান্ড তাঁরা পরেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, মঙ্গলবার দত্তাজিরাও গায়কোয়াড়ের মৃত্যু হয়েছিল, সেই কারণেই কালো ব্যান্ড পরেছেন রোহিত শর্মারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৯
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

শনিবার ভারতীয় ক্রিকেটারদের হাতে কালো ব্যান্ড পরে খেলতে দেখা যাচ্ছে। হঠাৎ টেস্টের তৃতীয় দিনে কেন কালো ব্যান্ড তাঁরা পরেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, মঙ্গলবার দত্তাজিরাও গায়কোয়াড়ের মৃত্যু হয়েছিল, সেই কারণেই শনিবার কালো ব্যান্ড পরেছেন রোহিত শর্মারা। টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সেই দিন না পরে দত্তাজিরাও মারা যাওয়ার চার দিন পর কেন ব্যান্ড পরল ভারতীয় দল, তা যদিও জানা যায়নি।

Advertisement

বোর্ডের তরফে সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয়, “দত্তাজিরাও গায়কোয়াড়ের স্মৃতিতে কালো ব্যান্ড পরবে ভারতীয় দলের ক্রিকেটারেরা। কিছু দিন আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রবীণতম ক্রিকেটারের মৃত্যু হয়।”

মঙ্গলবার ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছিল দত্তজিরাওয়ের। তিনিই ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার। বরোদায় নিজের বাড়িতে মৃত্যু হয় ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের। ১১টি টেস্ট খেলা দত্তজিরাও দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারটি টেস্টে।

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের বাবা দত্তজিরাও। তাঁর মৃত্যুর খবর জানিয়েছিলেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার সমাজমাধ্যমে লেখেন, “বরোদা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন দত্তজিরাও স্যর। মোতিবাগ ক্রিকেট মাঠে বট গাছের নীচে নীল মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। আর খুঁজে নিতেন আগামী দিনের তারকাদের। তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভূত হবে। ক্রিকেটবিশ্বের জন্য এটা বড় ক্ষতি।” পরে বোর্ডের তরফেও সমাজমাধ্যমে পোস্ট করে দত্তাজিরাওয়ের মৃত্যুর খবর জানানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement