রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
রাজকোট টেস্টে নেই রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মা চিত্রা অসুস্থ। সেই কারণেই বাড়ি ফিরে যেতে হয়েছে অশ্বিনকে। শুক্রবারই টেস্টে ৫০০তম উইকেটটি পেয়েছিলেন তিনি। সেই দিনই অশ্বিনকে ফিরে যেতে হলে চেন্নাইয়ে। অশ্বিনের বাবা রবিচন্দ্রন জানালেন যে, মায়ের জন্যই অফ স্পিনার হতে পেরেছিলেন ভারতীয় ক্রিকেটার।
শুক্রবার সকাল থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন অশ্বিন। প্রথমে ব্যাট করার সময় পিচের ভুল জায়গায় পা রাখার জন্য ভারতের ৫ রান পেনাল্টি। তার পর বল হাতে ৫০০তম টেস্ট উইকেট নেওয়া। অনিল কুম্বলের পর অশ্বিনই একমাত্র ভারতীয় বোলার যিনি টেস্টে ৫০০ উইকেট নিয়েছেন। যে দিন এই নজির গড়লেন অশ্বিন, সেই দিনই টেস্টের মাঝপথ থেকে বাড়ি ফিরে যেতে হল তাঁকে। অশ্বিনের মা অসুস্থ বলে জানিয়েছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। সেই মায়ের জন্যই স্পিনার হয়েছিলেন বলে জানিয়েছেন অশ্বিনের বাবা।
অশ্বিন ৫০০ টেস্ট উইকেট নেওয়ার পর এক সংবাদমাধ্যমে কলম ধরেন তাঁর বাবা। সেখানে তিনি লেখেন, “অশ্বিন মিডিয়াম পেসার ছিল। ওর জীবন পাল্টে যায় অফ স্পিনার হিসাবে খেলার পর। আমার স্ত্রী চিত্রার জন্যই সেটা সম্ভব হয়েছিল। অশ্বিনের হাঁটুতে একটা সমস্যা ছিল। সেই কারণে খুব বেশি দৌড়তে পারত না ও। চিত্রা এক দিন অশ্বিনকে বলে, এত দৌড়নোর কী আছে? তুমি অল্প দৌড়ে স্পিন বল করো।”
মায়ের উপদেশ মেনে স্পিন বোলিং শুরু করেন অশ্বিন। তাতেই বদলে যায় ভারতীয় স্পিনারের জীবন। ভাগ্যিস সে দিন অশ্বিনের মা স্পিনার হওয়ার কথা বলেছিলেন। না হলে ভারত দেশের অন্যতম সেরা স্পিনারকেই পেত না।