WTC 2023-25

টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠা কঠিন রোহিতদের, রয়েছে ক্ষীণ সম্ভাবনা, কী করতে হবে ভারতকে?

তৃতীয় স্থানে থাকা ভারতকে এখন সিডনিতে জিততেই হবে। না হলে রোহিতদের পক্ষে ফাইনালে যাওয়া সম্ভব নয়। অস্ট্রেলিয়ার যদিও এখনও শ্রীলঙ্কা সফর বাকি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া কঠিন হয়ে গেল ভারতের জন্য। তৃতীয় স্থানে থাকা ভারতকে এখন সিডনিতে জিততেই হবে। না হলে রোহিতদের পক্ষে ফাইনালে যাওয়া সম্ভব নয়। অস্ট্রেলিয়ার যদিও এখনও শ্রীলঙ্কা সফর বাকি। তাই মেলবোর্নে জিতেও প্যাট কামিন্সদের টেস্ট বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়।

Advertisement

বর্ডার-গাওস্কর সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। বাকি আর একটি টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের এটাই শেষ টেস্ট। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। দ্বিতীয় ফাইনালিস্ট কে হবে তা নিয়েই চলছে লড়াই।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানেই রয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭। যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ এবং ব্রিসবেন টেস্টের আগে ছিল ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমশ কমছে এবং প্রথম দু’দলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।

Advertisement

ভারত যদি সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তা হলেও তৃতীয় স্থানেই থাকবে। ১৯ ম্যাচে তাদের ১২৬ পয়েন্ট হবে। শতাংশের হিসাবে ৫৫.২৬। সিডনিতে হারলে অস্ট্রেলিয়ার ১৭ ম্যাচে ১১৮ পয়েন্ট হবে। শতাংশের হিসাবে যা ৫৭.৮৪। অর্থাৎ, সিডনিতে জিতলেও ভারতের ফাইনালে ওঠা নিশ্চিত নয়। তখন অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার হারের। ফলে মেলবোর্নে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন করে ফেললেন রোহিতেরা।

শ্রীলঙ্কা এই বছর ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডকে টেস্টে হারিয়েছে। ফলে রোহিতেরা আশা করবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সাফল্য পাবে দ্বীপরাষ্ট্র। কিন্তু তার আগে সিডনিতে জিততে হবে রোহিতদের। যদি তাঁরা সিডনিতে হেরে যান তা হলে অস্ট্রেলিয়া সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করবে। না হলে শ্রীলঙ্কা সফরের জন্য অপেক্ষা করতে হবে প্যাট কামিন্সদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement