যশস্বী জয়সওয়াল এবং তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। —ফাইল চিত্র।
যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সাহসী সিদ্ধান্ত শিরোনামে এনে দিয়েছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। শরফুদ্দৌলার সেই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক শুরু হয়। কারণ স্নিকো মিটারের তথ্য নাকচ করে নিজের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার। তবে এমন সিদ্ধান্তের জন্য প্রশংসাও পেয়েছেন শরফুদ্দৌলা।
৭১তম ওভারে যশস্বী যখন আউট হন, তখন লক্ষ্য থেকে ২০০ রান দূরে ভারত। বাকি ছিল প্রায় ২১ ওভার। ফলে যশস্বীর আউট ভারতের কাছে বড় ধাক্কা। তিনি থাকলে ভারত ম্যাচটি ড্র করার চেষ্টা করতে পারত। কিন্তু তিনি ফেরার পর ৯ ওভারের মধ্যে অল আউট হয়ে যায় ভারত। শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে যদিও আলোচনা শুরু হয় যায়। কে এই আম্পায়ার?
শরফুদ্দৌলার জন্ম বাংলাদেশের ঢাকায়। ৪৮ বছর বয়সি এই আম্পায়ার ঢাকা মেট্রোপলিসের হয়ে খেলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক তিনি। বাংলাদেশের আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ বিষয়ে এমবিএ করেছেন। ঘরোয়া ক্রিকেটে ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩১টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। ব্যাট হাতে করেছিলেন ৪৪ রান। তবে ২০০১ সালের পর আর খেলতে দেখা যায়নি তাঁকে। ২৫ বছর বয়সেই শেষ হয়ে যায় ক্রিকেটার কেরিয়ার। পাঁচ বছর পর ক্রিকেটে ফিরে আসেন আম্পায়ার হিসাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে শরফুদ্দৌলার অভিষেক হয় ২০১০ সালে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের আম্পায়ার ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে যোগ দেন শরফুদ্দৌলাই। দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস অবসর নেওয়ার পর সুযোগ পেয়েছিলেন তিনি। ইতিমধ্যেই ২৪টি টেস্ট, ১০০টি এক দিনের ম্যাচ এবং ৭৩টি টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার বা তৃতীয় আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি। মেয়েদের ক্রিকেটেও আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা।
সোমবার শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে কেন বিতর্ক তৈরি হল? তৃতীয় আম্পায়ার যখন রিপ্লে দেখছেন, তখন স্নিকোতে কোনও বড় স্পাইক দেখা যায়নি। তার পরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা বলেন, “ভিডিয়োয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে।” সেই যুক্তিতে স্নিকোতে ব্যাটে বা গ্লাভসে বল লাগার কোনও প্রমাণ না পাওয়া গেলেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।
মেলবোর্নে যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার মুহূর্ত। ছবি: এক্স।
স্নিকোতে কোনও স্পাইক না দেখালেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক হয়। কিন্তু রবি শাস্ত্রী বলেন, “তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো না-ও মানতে পারেন। সেই ক্ষমতা তাঁর আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে। তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত।” সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে দেখানো হয় বল যশস্বীর ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তন করেছে, যা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষেই কথা বলছে।
অনেক প্রাক্তন ক্রিকেটারদের মতে, শরফুদ্দৌলার এই সিদ্ধান্ত খুবই সাহসী পদক্ষেপ। এখনকার সময়ে প্রযুক্তির উপরেই ভরসা করেন আম্পায়ারেরা। সেখানে প্রযুক্তিকে নাকচ করে যা ঘটেছে, সেটার পক্ষে রায় দেন শরফুদ্দৌলা। বিতর্ক এড়াতে স্নিকো যা দেখাচ্ছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেই পারতেন তৃতীয় আম্পায়ার। কিন্তু তিনি তা করেননি, যা প্রশংসনীয় বলেই মনে করা হচ্ছে।