— প্রতীকী চিত্র।
এনআরএস হাসপাতালের সামনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিলেন এক মহিলা। দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের মুখে ওই মহিলা নিজেই জানান তাঁর নাম এবং ঠিকানা। বলেন, “আমি বেবি বিশ্বাস। পিতা আলমগির খান। বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার নাচনাপাড়া মল্লিকখালি গ্রামে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি। শনিবার তাঁকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি কী ভাবে ভারতে এলেন, কত দিন ধরে এ দেশে আছেন, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
প্রসঙ্গত, অগস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে নানা কারণে বার বার অশান্ত হয়েছে বাংলাদেশ। আর এই সময়ের পর থেকেই বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে ঢুকে পড়া একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গত ২৭ অগস্ট পার্ক স্ট্রিট এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার কিছু দিন আগেই ত্রিপুরা হয়ে কলকাতায় আসার পথে আগরতলা স্টেশনে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। জানা যায় ধৃতদের বাড়ি বাংলাদেশের নোয়াখালিতে। এই আবহে এনআরএস হাসপাতালের সামনের এই ঘটনাকে গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ।