—প্রতীকী চিত্র।
২০০৬ সালে কেরলে এক তরুণী ও তাঁর দুই যমজ শিশুকন্যাকে খুনের ১৯ বছর পর শনিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই! কেন্দ্রীয় তদন্তকারী দল জানিয়েছে, গত ১৯ বছর ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন দুই অভিযুক্ত।
২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি কেরলের কোল্লম জেলায় ঘটনাটি ঘটে। উদ্ধার হয় ২৪ বছর বয়সি এক তরুণী ও তাঁর ১৭ দিনের দুই শিশুকন্যার দেহ। প্রাথমিক ভাবে স্থানীয় থানায় মামলা দায়ের হয়। কিন্তু কোনও সূত্র না মেলায় স্থগিত করে দিতে হয় তদন্তপ্রক্রিয়া। এর পর কেরল হাই কোর্টের নির্দেশে ২০১০ সালের জানুয়ারি মাসে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। নির্দেশ মতো ওই বছরেরই ফেব্রুয়ারিতে মামলায় নতুন করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় দল।
সিবিআইয়ের তদন্তে উঠে আসে খুনের ঘটনায় দুই মূল অভিযুক্তের নাম-পরিচয়। জানা যায়, কোল্লামের বাসিন্দা দিভিল কুমার এবং তাঁর বন্ধু রাজেশ মিলে ছক কষে খুনটি করেছেন। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন দুই যুবক। ১৯ বছর পর শেষমেশ পুদুচেরি থেকে শনিবার তাঁদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
তদন্তকারীরা জানিয়েছেন, পুলিশের চোখে ধুলো দিতে দুই অভিযুক্ত তাঁদের নাম-পরিচয় পাল্টে ফেলেছিলেন। দিভিল হয়েছিলেন বিষ্ণু, আর রাজেশ প্রবীণ! পুদুচেরিতেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছিলেন দু’জনে। কিন্তু শেষ রক্ষা হল না! শনিবার দুই অভিযুক্তকে এর্নাকুলামের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানোর পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।