ক্রিকেটারদের দিকে কড়া নজর ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার (বাঁ দিকে) ও প্রধান কোচ গৌতম গম্ভীরের। ছবি: সমাজমাধ্যম।
পার্থে দ্বিতীয় ইনিংস বাদে তিনটি ইনিংসেই ব্যর্থ ভারতের ব্যাটিং। পার্থে প্রথম ইনিংসে ১৫০, অ্যাডিলেডে দুই ইনিংসে ১৮০ ও ১৭৫ রান করেছে ভারত। ফলে ব্রিসবেন টেস্টের আগে দলের ব্যাটিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। বিরাট কোহলি দেড় ঘণ্টা ব্যাট করেছেন। অনেক ক্ষণ ব্যাট করেছেন রোহিত শর্মাও।
ব্রিসবেনে পৌঁছেই পুরোদমে অনুশীলন শুরু করেছে ভারত। বুধবার অনুশীলনের শুরুতে ক্রিকেটারেরা গোল হয়ে দাঁড়ান। সেখানে কথা বলেন কোহলি। ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেন। তার পরে শুরু হয় অনুশীলন। প্রথমে গা গরম করেন ক্রিকেটারেরা। তার পরে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে দেখা যায় কোহলি, সরফরাজ় খান, লোকেশ রাহুলদের।
তার পরেই শুরু হয় ব্যাটিং। নেটে সকলের আগে নামেন যশস্বী জয়সওয়াল ও রাহুল। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তাঁরা। মাঝে মাঝে কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। নেটে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করেন কোহলি। প্রায় দেড় ঘণ্টা ছিলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে বেশি নজর দিচ্ছিলেন তিনি। পাশাপাশি ব্যাকফুটে খেলার চেষ্টাও করছিলেন। বেশ কয়েকটি কাট-পুল খেলেন তিনি।
থ্রো-ডাউন বিশেষজ্ঞ থেকে শুরু করে দলের বোলারদের সামনে ব্যাট করেন কোহলি। শেষ আধ ঘণ্টা কোহলি নিজের শট খেলার দিকে জোর দেন। বেশ কয়েকটি কভার ড্রাইভ মারতে দেখা যায় তাঁকে। দেড় ঘণ্টা পরে নেট থেকে বেরিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে।
রোহিত নেটে ব্যাটিং শুরু করেন স্পিনারদের বিরুদ্ধে। এর থেকেই স্পষ্ট ব্রিসবেনেও মিডল অর্ডারে খেলতে দেখা যাবে তাঁকে। বেশ কিছু ক্ষণ স্পিনারদের বিরুদ্ধে খেলার পর নবদীপ সাইনি, যশ দয়াল ও বাঁহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে নজর দেন রোহিতও।
শুধু ব্যাটারেরা নন, বোলারেরাও অনুশীলন সারেন। মহম্মদ সিরাজকে দেখা যায় নিজের লাইন ও লেংথের দিকে নজর দিতে। বাকি পেসার ও স্পিনারেরাও অনুশীলন করেন। তাঁদের দিকে নজর ছিল ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় আপাতত ১-১ রয়েছে। ১৪ ডিসেম্বর, শনিবার থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই সিরিজ় দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। সেই কারণে ব্রিসবেনে জেতার লক্ষ্যে নামবে দু’দল। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি, রোহিতেরা।