BGT 2024-25

ব্রিসবেনে রেকর্ড বৃষ্টি! ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে কতটা ব্যাঘাত ঘটতে পারে?

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিনে ব্রিসবেনে রেকর্ড বৃষ্টি হয়েছে। ফলে চিন্তা বাড়ছে। বৃষ্টির জেরে খেলায় ব্যাঘাত হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৮:২২
Share:

টেস্ট চলাকালীন বৃষ্টি হতে পারে ব্রিসবেনে। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারত-অস্ট্রেলিয়া দু’দলের কাছেই ব্রিসবেন টেস্ট সমান গুরুত্বপূর্ণ। কিন্তু টেস্ট শুরুর আগেই অন্য চিন্তা দুই শিবিরে। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিনে ব্রিসবেনে রেকর্ড বৃষ্টি হয়েছে। ফলে চিন্তা বাড়ছে। বৃষ্টির জেরে খেলায় ব্যাঘাত হতে পারে।

Advertisement

ডিসেম্বর মাসে ব্রিসবেনে সাধারণত বৃষ্টি হয় না। কিন্তু এ বার সেটাই দেখা যাচ্ছে। ‘ওয়েদারজ়োন’ জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছর সর্বাধিক। কুইন্সল্যান্ডের আর্দ্রতম স্থান হিসাবে উঠে আসছে ব্রিসবেনের নাম। তার ফলেই চিন্তা বাড়ছে।

‘ওয়েদারজ়োন’ জানিয়েছে, শনিবার ব্রিসবেনে বৃষ্টির আশঙ্কা রয়েছে ২০ শতাংশ। ৫০ শতাংশ আশঙ্কা রয়েছে ঝড়ের। টেস্টের বাকি চার দিন ব্রিসবেনে ৩০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ, টেস্টের পাঁচ দিনই বৃষ্টি হতে পারে। তেমনটা হলে টেস্টে ব্যাঘাত হবে। কম ওভার খেলা হবে। বার বার বৃষ্টিতে খেলা বন্ধ হলে তার প্রভাব ব্যাটারদের উপর পড়তে পারে। অন্য দিকে আবহাওয়ার সুবিধা পাবেন পেসারেরা। টেস্টের পাঁচ দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬০ থেকে ৯৫ শতাংশ। ফলে অস্বস্তি বাড়তে পারে ক্রিকেটারদের।

Advertisement

পার্‌থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটি ছিল টেস্টে রানের ব্যবধান ভারতের সবচেয়ে বড় জয়। যদিও পরের টেস্টেই হারে ফিরেছে ভারত। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ১০ উইকেটে হেরেছেন রোহিত শর্মারা। ফলে সিরিজ় এখন ১-১ রয়েছে। এই পরিস্থিতিতে ব্রিসবেনে জিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দুই দলই। কিন্তু তার মাঝেই চিন্তা বাড়ছে আবহাওয়া নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement