গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।
পার্থের জয়ী দল থেকে অ্যাডিলেডে তিনটি বদল করেছিল ভারত। রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে ঢুকেছিলেন। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ১০ উইকেটে হেরেছে ভারত। ফলে ব্রিসবেনে তৃতীয় টেস্টেও প্রথম একাদশে বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জোড়া বদল করতে পারেন রোহিত শর্মারা। বাদ পড়তে পারেন এই সিরিজ়েই অভিষেক হওয়া হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের পেসারের বদলে বাংলার পেসার সুযোগ পেতে পারেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ—
১) যশস্বী জয়সওয়াল— গোলাপি বলের টেস্টে রান না-পেলেও পার্থে প্রথম টেস্টে শতরান করেছেন। তৃতীয় টেস্টেও তিনিই দলের ওপেনার।
২) লোকেশ রাহুল— অ্যাডিলেডে রাহুল রান না-পাওয়ায় অনেকে রোহিতকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছেন। কিন্তু ব্রিসবেনে প্রস্তুতিতে রাহুলকেই ওপেন করতে দেখা গিয়েছে। এই ছবি থেকে ইঙ্গিত, রাহুলকেই আরও এক বার ওপেন করতে পাঠাবেন গৌতম গম্ভীরেরা।
৩) শুভমন গিল— চোট সারিয়ে আগের টেস্ট খেলেছেন। ব্রিসবেনেও তিনিই তিন নম্বরে খেলবেন।
৪) বিরাট কোহলি— পার্থে শতরান করেছিলেন। অ্যাডিলেডে রান না-পেলেও তৃতীয় টেস্টে চার নম্বরে কোহলিকেই দেখা যাবে।
৫) রোহিত শর্মা— অ্যাডিলেডে নিজেকে মিডল অর্ডারে নামিয়ে রান পাননি রোহিত। তৃতীয় টেস্টেও পাঁচ নম্বরেই নামতে পারেন তিনি। অনুশীলনে ব্যাটিং অর্ডারে সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি।
৬) ঋষভ পন্থ— ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের উপর মিডল অর্ডারে রান করার দায়িত্ব থাকবে। গত সফরে তিনিই ব্রিসবেনে ভারতকে জিতিয়েছিলেন। প্রয়োজনে একটু উপরের দিকেও ব্যাট করতে নামতে পারেন তিনি।
৭) নীতীশ রেড্ডি— এই সিরিজ়ে তিনি ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। চারটি ইনিংসেই রান করেছেন। উইকেটও নিচ্ছেন। ব্রিসবেনে তাঁর উপর বড় দায়িত্ব থাকবে।
৮) ওয়াশিংটন সুন্দর— পার্থে খেললেও অ্যাডিলেডে তাঁকে বসিয়ে অশ্বিনকে নেওয়া হয়েছিল। অশ্বিন তেমন কিছু করতে পারেননি। গত সফরে ব্রিসবেনে ভাল খেলেছিলেন সুন্দর। তাই তাঁকে আবার তৃতীয় টেস্টে খেলানো হতে পারে।
৯) যশপ্রীত বুমরা— ভারতের বোলিং আক্রমণের নেতা। ব্রিসবেনে জিতে সিরিজ়ে এগোতে হলে বুমরার উপর ভরসা করতে হবে রোহিতদের।
১০) মহম্মদ সিরাজ— অ্যাডিলেডে উইকেট নিয়েছেন। গত সফরে ব্রিসবেনে ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই আরও এক বার তাঁকে দেখা যাবে প্রথম একাদশে।
১১) আকাশ দীপ— পার্থে ভাল বল করলেও অ্যাডিলেডে ব্যর্থ হর্ষিত। উইকেট না-পাওয়ার পাশাপাশি প্রচুর রান দিয়েছেন। ফলে অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারেনি ভারত। তাই ব্রিসবেনে তিনি বসতে পারেন। বদলে বাংলার আকাশ দীপ ফিরতে পারেন প্রথম একাদশে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে চমক হিসাবে ব্যবহার করতে পারেন রোহিত, গম্ভীরেরা।