India vs England

কলকাতায় পা গম্ভীর, রিঙ্কুদের, ইডেনে প্রথম টি২০ খেলতে চলে এল ইংল্যান্ড দলও

বুধবার কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। সেই ম্যাচের আগে শনিবার দু’দলের ক্রিকেটারেরাই চলে এলেন শহরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২১:১২
Share:

কলকাতা বিমানবন্দরে নামার পর ভারতের দুই ক্রিকেটার রিঙ্কু সিংহ ও অভিষেক শর্মা। নিরাপত্তার ঘেরাটোপে বিমানবন্দর ছাড়েন তাঁরা। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারত। বুধবার কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে শনিবার দু’দলের ক্রিকেটারেরাই চলে এলেন শহরে। বিভিন্ন ভাগে কলকাতায় এসে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

সকলের আগে কলকাতায় এসেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগ খেলছিলেন তিনি। সেখান থেকে সরাসরি শহরে আসেন তিনি। তার পরে সন্ধ্যায় জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের বাকি দল শহরে এসেছে। ভারতে আসার আগে দুবাইয়ে প্রস্তুতি সারছিলেন বাটলারেরা।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সকলের আগে এসেছেন রিঙ্কু সিংহ, অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডি। বিকাল সাড়ে ৪টে নাগাদ কলকাতায় পা দেন তাঁরা। পরে সন্ধ্যায় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক বর্মা শহরে আসেন। তার পরেই দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বেশ কয়েক জন ক্রিকেটার কলকাতায় আসেন। পেসার মহম্মদ শামি ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য এখনও পর্যন্ত আসেননি। শনিবার মধ্যরাতে তাঁদের কলকাতায় আসার কথা।

Advertisement

বুধবারের ম্যাচের আগে দুই দলই ইডেন গার্ডেন্সে অনুশীলন করবে। রবিবার দুপুরে অনুশীলন করার কথা ছিল ইংল্যান্ডের। সেই অনুশীলন বাতিল হয়েছে। তবে সন্ধ্যায় ভারতীয় দলের অনুশীলনের কথা। ইডেন ম্যাচের জন্য টিকিট বিক্রির চাহিদা তুঙ্গে। দর্শকদের উন্মাদনা দেখার মতো। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “উৎসবের মরসুম শেষে এটাই ক্রিকেট উপভোগ করার সেরা সময়। টিকিটের জন্য উন্মাদনা দেখার মতো। হাই কোর্ট পর্যন্ত টিকিটের লাইন পৌঁছে গিয়েছিল। আশা করছি বুধবার মাঠ ভর্তি থাকবে।”

বুধবার খেলা শেষে কলকাতা থেকে চেন্নাই উড়ে যাবে দুই দল। সেখানে আগামী শনিবার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement