ICC Champions Trophy 2025

বোর্ডের নির্দেশ না মানলেই শাস্তি? ‘এটা তো স্কুল নয়’, জবাব আগরকরের, পাল্টা প্রশ্ন রোহিতের

ক্রিকেটারদের জন্য ১০ দফা নির্দেশিকা আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নির্দেশিকা না মানলে কি শাস্তি পেতে হবে? জবাব দিলেন রোহিত শর্মা ও অজিত আগরকর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৬
Share:

সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা (বাঁ দিকে) ও অজিত আগরকর। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর। ছবি: পিটিআই।

কড়াকড়ির পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের জন্য ১০ দফা নির্দেশিকা আনছে তারা। শোনা গিয়েছে, নির্দেশিকা না মানলে শাস্তি পেতে হবে ক্রিকেটারদের। সত্যিই কি শাস্তি পেতে হবে? জবাব দিলেন রোহিত শর্মা ও অজিত আগরকর।

Advertisement

শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরে বোর্ডের নির্দেশিকা নিয়ে প্রশ্ন করা হয় আগরকরকে। জবাবে নির্বাচক প্রধান জানান, প্রতিটি দলেই কিছু নিয়ম থাকে। সেই নিয়ম ক্রিকেটারদের আরও কাছে নিয়ে আসে। আগরকর বলেন, “আমার মনে হয় প্রতিটি দলেই কিছু নিয়ম থাকে। গত কয়েক মাসে আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। দলের আরও উন্নতি ও ক্রিকেটারদের আরও কাছে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা দেখেছি, কিছু বদলের প্রয়োজন রয়েছে। সেই বদলের জন্যই ওই নির্দেশিকা।”

তবে কেউ যদি কোনও ভুল করেন তা হলে শাস্তির কোনও বিধান নেই বলেই মন্তব্য করেছেন আগরকর। ভারতের নির্বাচক প্রধান বলেন, “এটা তো স্কুল নয়। এটা কোনও শাস্তির বিষয় নয়। জাতীয় দলে কিছু নিয়ম থাকে। জাতীয় দলের হয়ে খেলতে হলে সেই নিয়ম মানতে হয়। এরা (রোহিতের দিকে তাকিয়ে) প্রত্যেকেই বিচক্ষণ। নিজের নিজের ক্ষেত্রে এরা তারকা। তাই ওরা জানে কী ভাবে নিজেদের সামলাতে হবে।” পাশাপাশি আগরকর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, শৃঙ্খলার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। সে দিকে সব ক্রিকেটারদের নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement

তবে ঠিক কী কী নির্দেশিকা বোর্ড দিতে চলেছে তা নিয়ে এখনও সবটাই জল্পনার স্তরে রয়েছে। কোনও ঘোষণা হয়নি। রোহিত সেই বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন। ভারত অধিনায়ক এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, “কে আপনাকে এই নিয়মের কথা বলেছে? বোর্ড কি এখনও কিছু ঘোষণা করেছে? আগে করুক। তার পরে কথা হবে।” রোহিতের বক্তব্য থেকে পরিষ্কার, যত ক্ষণ না বোর্ড কিছু জানাচ্ছে, তত ক্ষণ এই বি‌ষয়ে জল্পনা বাড়াতে চাইছেন না তিনি।

এখনও কিছু ঘোষণা না হলেও বোর্ড নিয়মের যে খসড়া তৈরি করেছে, তাতে ঘরোয়া ক্রিকেটে খেলা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, পরিবারের সঙ্গে যাতায়াত, অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, বোর্ডের নিয়ম না মানলে তা শৃঙ্খলাভঙ্গ হিসাবে দেখা হবে, যার শাস্তি আইপিএল থেকে নির্বাসন। কাটা হতে পারে বার্ষিক চুক্তির টাকা এবং ম্যাচ ফি-ও। তবে কোচ এবং প্রধান নির্বাচককে আগাম জানিয়ে রাখলে শাস্তি এড়ানো সম্ভব। যদিও নির্বাচক প্রধান ও অধিনায়কের কথায় শাস্তির কোনও ইঙ্গিত পাওয়া গেল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement