Virat Kohli

কে মারবেন, কে ধরবেন? পাকিস্তান ম্যাচের পরিকল্পনা তৈরি, জানিয়ে দিলেন কোহলি

এক মাস স্বেচ্ছা বিশ্রাম নিয়ে জাতীয় দলে ফেরার পর মানিয়ে নিতে সমস্যা হয়নি কোহলির। দলের পরিবেশ নিয়েও তাঁর সমস্যা নেই। রোহিত বা সূর্যকুমারের সঙ্গে সম্পর্কের কথা বলেছেন পাক ম্যাচের আগে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৮:৩৮
Share:

পাকিস্তান ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী কোহলি। ছবি: টুইটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনা। দু’দলই এই ম্যাচ জিততে মরিয়া থাকে। মাঠের বাইরে যতই বন্ধুত্ব থাক, মাঠে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ে না। এই ম্যাচের জন্য থাকে বিশেষ পরিকল্পনাও। তেমনই এক পরিকল্পনার কথা জানালেন বিরাট কোহলি। জানিয়েছেন পাকিস্তান ম্যাচের আগে দলের পরিবেশের কথাও।

Advertisement

কোহলি বলেছেন, প্রথম ম্যাচেই পাকিস্তান বলে তাঁরা কোনও বাড়তি চাপ অনুভব করছেন না। তিনি বলেছেন, ‘‘সকলে হালকা মেজাজে রয়েছে। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। আমরা কী ভাবে চাপ সামলাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। বড় ম্যাচগুলোর আগে আমরা দলের সকলের পাশে থাকার চেষ্টা করি। এটা অন্যদের সহজ, স্বাভাবিক থাকতে সাহায্য করে। এক বার আবহটা তৈরি হয়ে গেলে সকলে নিজে থেকেই চাঙ্গা হয়ে যায়।’’

ভারতের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ তিন এবং চার নম্বরে ব্যাট করেন কোহলি এবং সূর্যকুমার যাদব। ভারতের ইনিংসের চেহারা অনেকটাই নির্ভর করে তাঁদের উপর। পাকিস্তান ম্যাচে সূর্যকুমার এবং তাঁর জুটির আলাদা পরিকল্পনা রয়েছে। কোহলি বলেছেন, ‘‘মিডল অর্ডারে সূর্যকুমারের সঙ্গে ব্যাটিং করতে দারুণ লাগে। মজা লাগে। ও খুব দক্ষ ব্যাটার। মাঠে নেমে জিজ্ঞেস করে ব্যাটে বল কেমন আসছে। তার পর দু’তিনটে বল খেলে থিতু হয়ে চালাতে শুরু করে। আমাদের জুটি তৈরি হলে সূর্যকুমার এক দিক আগলে রাখতে চায়। ও নিজে ঝুঁকি নিয়ে ব্যাট করার দায়িত্ব নেবে। আমি একটু অন্য ভূমিকা পালন করব। ব্যাপারটা আমি উপভোগই করব। মনে হয় দলের কাজে লাগবে।’’

Advertisement

কোহলি কথা বলেছেন দীর্ঘ দিনের সতীর্থ এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। কী কথা হয় রোহিতের সঙ্গে? কোহলি বলেছেন, ‘‘বড় প্রতিযোগিতাগুলোয় কী ভাবে সাফল্য আসতে পারে, তা নিয়ে কথা হয়। সেই মতো আমরা পরিকল্পনা করি। নিজেদের প্রস্তুত করি। আমাদের দলের পরিবেশ দুর্দান্ত।’’ এক মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর এশিয়া কাপে ভারতীয় দলে ফিরেছিলেন কোহলি। স্বেচ্ছা বিরতির পর দলে ফেরার অভিজ্ঞতাও নিয়ে কোহলি বলেছেন, ‘‘দলের মধ্যে সুস্থ বন্ধুত্ব থাকলে, সকলেই দলের ভাল কিছুর জন্য চেষ্টা করে। তাতে নিজেদের বোঝাপড়া যেমন ভাল হয়, তেমনই উন্নত হয় দৃষ্টিভঙ্গি। সকলেই এক রকম ভাবতে পারি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ভুলত্রুটি শোধরাতে সকলে একসঙ্গে কাজ করি আমরা। এক সঙ্গে এগোনোর চেষ্টা করি। পুরো বিষয়টাই খুব সাবলীল এবং আমরা সহজ ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement