প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে খুশি কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে জিতেছিল নিউজ়িল্যান্ড। তার পর থেকে হেরেই ফিরতে হয়েছে বার বার। তার মধ্যে ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালও রয়েছে। ১৩ বছর পরে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়েছে নিউজ়িল্যান্ড। কোন পথে এল জয়, সেই ব্যাখ্যা দিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের মতে, খেলার সব বিভাগে তাঁরা অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘‘এটা এমন একটা দিন যে দিন সব কিছু ঠিকঠাক হয়। প্রথমে ওপেনাররা ভাল শুরু করেছে। তার পরে বাকি ব্যাটাররা রান টেনে নিয়ে গিয়েছে। এই পিচে এই রান করা সহজ ছিল না।’’
দলের বোলার ও ফিল্ডারদের প্রশংসা করেছেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘‘বোলাররা নিজেদের কাজটা করেছে। এই উইকেটে যে ভাবে বল করা উচিত ঠিক সে ভাবেই ওরা বল করেছে। বোলারদের সাহায্য করেছে ফিল্ডাররা। বেশ কয়েকটা ভাল ক্যাচ ধরেছি।’’
অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারানোয় দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে বলে মনে করছেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়ক বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া কতটা ভাল দল আমরা জানি। ওদের হারানো সহজ ছিল না। দলের সবাই নিজের ভূমিকা জানে। এই ম্যাচে জয় সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। পরের ম্যাচগুলোতেও এই ভাবেই আমরা খেলতে চাই।’’