T20 World Cup 2022

বিশ্বকাপটাই বন্ধ করে দিতে বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ! কেন?

শেষ ওভারে বিরাট কোহলিকে করা মহম্মদ নওয়াজ়ের নো বলই হোক বা ফ্রি হিটে বোল্ড হওয়ার পর কোহলির তিন রান। ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বার বার তর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাই দেখেই এই দাবি অজ়ি ক্রিকেটারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ২১:৫৪
Share:

বিশ্বকাপ বন্ধ করে দেওয়ার দাবি মার্শের। ফাইল ছবি

রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। শেষ ওভারে বিরাট কোহলিকে করা মহম্মদ নওয়াজ়ের নো বলই হোক বা ফ্রি হিটে বোল্ড হওয়ার পর কোহলির তিন রান। আম্পায়ারদের সঙ্গে বার বার তর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। গোটা ম্যাচে একের পর এক তৈরি হওয়া বিতর্ক দেখে বিশ্বকাপটাই বন্ধ করে দেওয়ার দাবি করলেন মিচেল মার্শ।

Advertisement

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে মার্শ বলেছেন, “আমার মনে হচ্ছে বিশ্বকাপটাই বোধ হয় এ বার বন্ধ করে দেওয়া দরকার। তাতে যদি কোনও দলের ভাল হয়। আমরা প্রত্যেকে অসাধারণ তিনটে সপ্তাহ কাটানোর আশা করছি। ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখা বরাবরই উত্তেজক। দর্শকদের মাঝে থেকে এই ম্যাচ দেখা কী যে অসাধারণ অভিজ্ঞতা, সেটা না থাকলে বোঝা যাবে না।” মার্শ যে মজা করেই কথাটা বলেছেন তা নিয়ে সমর্থকদের কোনও সন্দেহ নেই।

ভারত-পাকিস্তান ম্যাচের নায়ক কোহলিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মার্শ। বলেছেন, “অসাধারণ খেলেছে কোহলি। ও যে মাপের ক্রিকেটার, তাতে গত এক বছর মোটেই ভাল যায়নি। বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই একটা ছাপ রেখে গেল ও। খুব ভাল লেগেছে ওর ব্যাট থেকে ওই ইনিংস দেখে। আশা করি আরও দেখতে পাব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement