Rohit Sharma

সাত-সাতটি বিশ্বকাপ খেলার পর জাতীয় দলের নেতা, কেমন ছিল মাঝের সময়? বললেন রোহিত শর্মা

ভারতের হয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত। চারটি শতরান এবং ৩২টি অর্ধশতরান-সহ ৩৭৩৭ রান করেছেন তিনি। বিশ্বকাপের সুদীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা শোনালেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৩:৪০
Share:

বিশ্বকাপের অভিজ্ঞতা শোনালেন রোহিত। ছবি টুইটার

২০০৭-এ প্রথম বার বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই সময় তাঁর বয়স ছিল ২০। ১৫ বছর পর আবার একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে ভারত। সেখানে জাতীয় দলের অধিনায়ক। মাঝে বয়ে গিয়েছে অনেকটা সময়। বদলে গিয়েছে অনেক কিছু। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রোহিত শর্মা। জানালেন, ট্রফি জেতার আগে পর্যন্ত বিশ্বকাপের খেলার অনুভূতি কী রকম, সেটা বুঝতে পারেননি।

Advertisement

রোহিত বলেছেন, “বিশ্বকাপের দলে নির্বাচিত হওয়ার পর নিজেকে নিয়ে কোনও প্রত্যাশা ছিল না। প্রতিযোগিতা উপভোগ করতে চেয়েছিলাম। আমার প্রথম বিশ্বকাপ ছিল। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া কী রকম ব্যাপার এবং কত বড় প্রতিযোগিতা, সেটা ট্রফি জেতার আগে পর্যন্ত বুঝতে পারিনি।”

এ বার অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন রোহিত। তিনি এবং দীনেশ কার্তিক ২০০৭-এর সেই দলে ছিলেন। মাঝের এই সময়টা নিয়ে রোহিত বলেছেন, “সুদীর্ঘ যাত্রাপথ। অনেক কিছু বদলে গিয়েছে। খেলাটা অনেক উন্নত হয়েছে। ২০০৭-এ কেমন খেলা হত আর এখন কেমন খেলা হয় সেটা দেখলেই বোঝা যাবে। তখন ১৪০-১৫০ জেতার মতো রান ছিল। এখন ১৪-১৫ ওভারে সেটা উঠে যায়।”

Advertisement

প্রসঙ্গত, ভারতের হয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত। চারটি শতরান এবং ৩২টি অর্ধশতরান-সহ ৩৭৩৭ রান করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement