T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের সংখ্যা বাড়ছে, এ বার ছিটকে গেলেন জোরে বোলার

ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। অস্ট্রেলিয়া দলে অনিশ্চিত ডেভিড ওয়ার্নার। এ বার আরও এক ক্রিকেটার ছিটকে গেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১১:৫৯
Share:

আরও এক ক্রিকেটারকে নিয়ে আশঙ্কা। ফাইল ছবি

ভারতের পর এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ধাক্কা খেল শ্রীলঙ্কা। জোরে বোলার দিলশান মদুশঙ্ক প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন। নামিবিয়া ম্যাচের আগে চোট পান তিনি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে বিনুরা ফের্নান্দোকে।

Advertisement

রবিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। তার আগে শনিবার অনুশীলনেই চোট পান মদুশঙ্ক। তাঁকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। শনিবার রাতেই তাঁর এমআরআই স্ক্যান করানো হয়। সেখানেই চোটের ইঙ্গিত মিলেছে। শ্রীলঙ্কার ডাক্তাররা তখনই নিশ্চিত হয়ে যান, প্রতিযোগিতায় মদুশঙ্কের খেলা কোনও মতেই সম্ভব নয়।

এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয় মদুশঙ্কের। দলকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি শ্রীলঙ্কার অন্যতম সেরা অস্ত্র ছিলেন। কিন্তু আচমকা পাওয়া চোট ক্রিকেটজীবনের প্রথম বড় প্রতিযোগিতাতেই তাঁকে ছিটকে দিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement