T20 World Cup 2022

রবিবারের ম্যাচের দু’দিন আগেই রোহিতদের চাপে রাখলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার

আগামী রবিবার পার্‌থে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। পর পর দু’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ়িম্বাবোয়ের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ২০:৫৮
Share:

রোহিতদের চাপে রাখলেন ক্লুজ়নার। ফাইল ছবি

পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ভারত। আগামী রবিবার পার্‌থে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। পর পর দু’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ়িম্বাবোয়ের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তারা একটু পিছিয়ে থেকেই নামবে। ল্যান্স ক্লুজ়নার মনে করছেন, রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারদের বিরুদ্ধে লড়াই হবে ভারতীয় ব্যাটারদের। আগে থেকেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের চাপে রাখা শুরু করে দিলেন তিনি।

Advertisement

দক্ষিণ আফ্রিকার দলে কাগিসো রাবাডা, লুনগি এনগিডি, অনরিখ নোখিয়ার মতো পেসার রয়েছে। মার্কো জানসেনকেও নামাতে পারে তারা। ফলে ভারতের কাজ সহজ হবে না। সে কথা মনে করিয়েই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, “পার‌্থে আরও একটা গতিশীল পিচ দেখতে পাওয়া যাবে। আগের ম্যাচে তাবরেইজ শামসির বোলিং দেখে আমি অবাক হয়ে গিয়েছি। উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে ওর। আমাদের দলের ডোয়েন প্রিটোরিয়াস আহত। তাই পেসারদের ভারসাম্য বজায় রাখা খুব সহজ নয়। কী ভাবে ভারতের ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলাচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করছে।”

যে ভাবে একের পর এক ভাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাচ্ছে, সেটা দেখে একেবারেই ভাল লাগছে না ক্লুজ়নারের। তাঁর নিজের দেশই বৃষ্টির ভুক্তভোগী। ক্লুজ়নার বলেছেন, “আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হল বৃষ্টি। মরসুমি বৃষ্টি নয় এটা। তাই আরও বেশি হতাশাজনক। দুটো ম্যাচ (শুক্রবারের ম্যাচ ধরলে চারটে) বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সব দলেরই এক হাল।”

Advertisement

তবে বিশ্বকাপে একটা জিনিস দেখে খুশি ক্লুজ়নার। যে ভাবে জ়িম্বাবোয়ে বা আয়ারল্যান্ডের মতো দল অঘটন ঘটিয়ে দিচ্ছে, তাতে বেশ মজা পেয়েছেন তিনি। বলেছেন, “এখনও পর্যন্ত অঘটনের বিশ্বকাপই দেখতে পাচ্ছি। ছোট দলগুলো বড়দের হারিয়ে দিচ্ছে। আমার বিশ্বাস, অঘটন এখনও শেষ হয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement