Virat Kohli

আবার বাইরের বলে খোঁচা, ‘সচিনকে দেখে শেখো’, কোহলিকে ফর্মে ফেরাতে দাওয়াই গাওস্করের

পার্‌থ টেস্টে শতরান করার পর বিরাট কোহলি আবার খারাপ ফর্মে। বাইরের বলে খোঁচা দেওয়ার রোগ সারানো যাচ্ছে না। সচিন তেন্ডুলকরের ২০ বছর আগের ইনিংসের উদাহরণ টেনে কোহলিকে শিখতে বললেন গাওস্কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

পার্‌থ টেস্টে শতরান করার পর বিরাট কোহলি আবার খারাপ ফর্মে। অ্যাডিলেডের পর ব্রিসবেনে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। বাইরের বলে কোহলির খোঁচা দেওয়ার রোগ সারানো যাচ্ছে না। সচিন তেন্ডুলকরের ২০ বছর আগের ইনিংসের উদাহরণ টেনে কোহলিকে শিখতে বললেন গাওস্কর।

Advertisement

সোমবার জশ হেজ়লউডের বলে পিছনে ক্যাচ দেন কোহলি। লোভ সামলাতে না-পেরে আবার বাইরের বলে খোঁচা দিয়েছেন। ২০০৪-এ সিডনি টেস্টে সচিন ২৪১ রান করেছিলেন একটিও কভার ড্রাইভ না-খেলে। সেটি তাঁর বরাবরের প্রিয় শট। অথচ বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছিলেন বলে সচিন টানা ১০ ঘণ্টা সেই শট খেলা থেকে বিরত ছিলেন। কোহলিকেও সেই অভ্যাস আনতে বলেছেন গাওস্কর।

এ দিন গাওস্কর বলেছেন, “কোহলির উচিত ওর আদর্শ সচিন তেন্ডুলকরকে দেখে শেখা। যে ভাবে সচিন ধৈর্য বজায় রেখে এবং নিয়ন্ত্রণ রেখে সিডনিতে ২৪১ রান করেছিল সেটা দেখার মতো। অফসাইডে কোনও শট খেলেনি। কভারের দিকে তাকায়ওনি। কারণ তার আগে বার বার কভারে শট খেলতে গিয়ে আউট হচ্ছিল। হয় সোজা ব্যাটে অথবা লেগসাইডে শট খেলেছিল সচিন।”

Advertisement

এ বারের অস্ট্রেলিয়া সফরে তিন বার পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন কোহলি। গাওস্করের মতে, কোহলির উচিত অফস্টাম্পের বাইরে সব বলে রক্ষণ করা এবং যতটা সম্ভব লেগসাইডে খেলা। তাঁর কথায়, “কোহলি যদি নিজের মন এবং খেলাকে নিয়ন্ত্রণ করতে পারে তা হলেই সাফল্য আসবে। যদি অফস্টাম্পে বল থাকে তা হলে কোহলির রক্ষণ করা উচিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement