কামিন্দু মেন্ডিস। ছবি: আইসিসি।
প্রথম দিনের খেলার শেষে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৩০২ রান তুলল শ্রীলঙ্কা। শতরান করলেন কামিন্দু মেন্ডিস। মূলত তাঁর ইনিংসই আয়োজকদের স্বস্তির জায়গায় পৌঁছে দেয়। শ্রীলঙ্কার অন্য প্রথম সারির ব্যাটারেরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। নিউ জ়িল্যান্ডের তরুণ জোরে বোলার উইলিয়াম ও রুরকের বলের সামলাতে সমস্যায় পড়লেন শ্রীলঙ্কার ব্যাটারেরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। গলের ২২ গজে শুরুটা অবশ্য ভাল করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরা। ২২ রানের মধ্যে ২ উইকেট হারায় আয়োজকেরা। ব্যর্থ ওপেনার দিমুথ করুণারত্নে (২)। অন্য ওপেনার পাথুম নিশঙ্কা খেললেন ২৫ বলে ২৭ রানের ইনিংস। দলের ইনিংসকে তেমন ভরসা দিতে পারলেন না তিন নম্বরে নামা দীনেশ চান্ডিমলও (৩০)। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ শুরুটা খারাপ করেননি। তবে ব্যক্তিগত ১২ রানের মাথায় আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাতে আরও চাপে পড়ে যায় শ্রীলঙ্কা শিবির। অধিনায়ক ডি সিলভাও (১১) চাপের মুখে রান পেলেন না। পরিস্থিতি সামলাতে আবার ব্যাট হাতে নামেন ম্যাথিউজ। ৩৬ রান করে রুরকের বলে আউট হন।
১০৬ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন কামিন্দু। ২২ গজে সঙ্গী হিসাবে পান কুশল মেন্ডিসকে। ১৭৩ বলে ১১৪ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ১১টি চার মারেন তিনি। কুশলের ব্যাট থেকে এল ৫০ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১০৩ রান। তাঁদের জুটিতে ভাল জায়গায় পৌঁছয় শ্রীলঙ্কার ইনিংস। দিনের শেষে অপরাজিত আছেন রমেশ মেন্ডিস (১৪) এবং প্রভাত জয়সূর্য।
নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার রুরকে ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫২ রানে ২ উইকেট গ্লেন ফিলিপস। ১টি করে উইকেট পেয়েছেন টিম সাউদি এবং আজাজ় পটেল।