রোহিত শর্মা। ছবি: রয়টার্স।
আগামী ছ’বছরে টেস্ট খেলতে দু’বার ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০২৫ এবং ২০২৯ সালের দু’টি সিরিজ়েই খেলতে হবে পাঁচটি করে টেস্ট। সেই ১০টি ম্যাচ কোন কোন মাঠে হবে, তা এখনই জানিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পর পর দু’বার টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। দু’বারই খেলা হয়েছে ইংল্যান্ডে। সে দেশের ২২ গজে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মারা। পরের তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টিতে সেই ইংল্যান্ডের মাটিতেই ভারতকে খেলতে হবে ১০টি টেস্ট। আইসিসির সূচি অনুযায়ী, ২০২৫ এবং ২০২৯ সালে ইংল্যান্ডের মাটিতে খেলতে হবে ভারতকে। পাঁচটি টেস্ট ম্যাচের এই দুই সিরিজ়ের জন্য অবশ্য ভাল ভাবে প্রস্তুতি নিতে পারবে ভারতীয় দল। কারণ কোথায় কোথায় খেলা হবে, তা এখনই জানিয়ে দিল ইসিবি। ২০২৫ সালের সিরিজ়ের পাশাপাশি ২০২৯ সালের সিরিজ়ের পাঁচটি মাঠের নামও ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে ভারতীয় দলকে টেস্ট ম্যাচগুলি খেলতে হবে লর্ডস, ওভাল, এজবাস্টন, হেডিংলে এবং ওল্ড ট্র্যাফোর্ডে। ২০২৯ সালের ইংল্যান্ড-ভারত টেস্টগুলি হবে লর্ডস, ওভাল, এজবাস্টন, রোজ বোল এবং ওল্ড ট্র্যাফোর্ডে। অর্থাৎ, দু’টি সিরিজ়ে ভারতের সঙ্গে ১০টি টেস্ট ম্যাচের জন্য ছ’টি মাঠকে বেছে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা।
ইসিবির সিইও রিচার্ড গোল্ড বলেছেন, ‘‘আগামী সাত বছর কোথায় কোথায় খেলা হবে, তা এখনই ঘোষণা করে দিচ্ছি আমরা। এতে টেস্ট কেন্দ্রগুলি একটা নিশ্চয়তা পাবে। যাতে তারা স্টেডিয়ামগুলির প্রয়োজনীয় সংস্কার করতে পারে এবং দর্শক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারে।’’ ২০৩১ পর্যন্ত দেশের মাঠে সব টেস্টের মাঠ এখনই নির্দিষ্ট করে দিচ্ছেন ইসিবি কর্তারা।
আগে থেকে টেস্ট কেন্দ্রগুলি জানতে পারায় ভারতীয় দলও আগামী পরিকল্পনা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। ফলে আগামী দিনে ইংল্যান্ডের মাটিতে পাঁচ দিনের ক্রিকেটে আরও সাফল্য পেতে পারে ভারত।