Goalpokhar Encounter

সাজ্জাক-সঙ্গী ‘আবাল’কে জেরা করে মিলল বন্দুক! তা দিয়েই পুলিশের উপর গুলি গোয়ালপোখরে?

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর হামলার ঘটনায় একটি রিভলভার এবং একটি মোবাইল উদ্ধার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:৩৮
Share:

সাজ্জাক আলম। —ফাইল ছবি।

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর হামলার ঘটনায় একটি রিভলভার এবং একটি মোবাইল উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার করণদীঘি থানার মহেশপুর ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে দুই পুলিশকর্মীকে গুলি করে পালিয়েছিলেন একটি খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। পরে ‘পুলিশি এনকাউন্টারে’ তিনি নিহত হন। এই হামলার ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আদালতচত্বর থেকেই বন্দুক পেয়েছিলেন সাজ্জাক। সেই বন্দুক দিয়েই পুলিশের উপর হামলা চালিয়েছিলেন। কিন্তু আদালতচত্বরে কে তাঁকে বন্দুক দিয়েছিলেন, তাঁর খোঁজে নেমে আব্দুল হোসেন ওরফে ‘আবাল’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে।

পুলিশ সূত্রে খবর, আব্দুলকে জেরা করেই অস্ত্র উদ্ধার হয়েছে। তিনিই জেরায় জানিয়েছিলেন যে, পুলিশের উপর গুলি ছোড়ায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র মহেশপুর সংলগ্ন এলাকার একটি পুকুরে ফেলা হয়েছিল। এর পরেই পুকুরের জল ছেঁকে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যৌথ অভিযান চালিয়েছিল করণদীঘি থানার রসাখোয়া পুলিশ ফাঁড়ি এবং গোয়ালপোখর থানার পুলিশ। তদন্তকারীদের সূত্র জানিয়েছে, ওই আগ্নেয়াস্ত্র দিয়েই পুলিশের উপর গুলি ছোড়া হয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement