শুভমন গিল। — ফাইল চিত্র।
আবার একটা ম্যাচ। আবার একটা শতরান। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই আরও ধারালো হয়ে উঠছেন শুভমন গিল। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় এক দিনের ম্যাচে শতরান করলেন তিনি। তাঁর কিছু ক্ষণ আগেই শতরান করেছিলেন শ্রেয়স আয়ারও। যদিও শুভমনের শতরানের আগেই তিনি ফিরে যান। শুভমন ফিরে যান ১০৪ রানে। ক্যামেরন গ্রিনের বলে তুলে মারতে গিয়েছিলেন তিনি। ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। ক্যাচ ধরেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারে।
এক দিনের ক্রিকেটে ৩৫তম ম্যাচে ৬ নম্বর শতরান হয়ে গেল শুভমনের। কিছু দিন আগেই এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১২১ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে ভারত গেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন শুভমন।
চলতি বছরে পাঁচটি শতরান হল শুভমনের। এর থেকেই বোঝা গিয়েছে ভারতের ওপেনার কতটা ভাল ফর্মে রয়েছেন। বিশ্বকাপের আগে নিঃসন্দেহে রোহিত শর্মা এবং রাহুলের দ্রাবিড়ের চিন্তা কমালেন তিনি। বিশ্বকাপে শুভমন এই ফর্মে থাকলে ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা ধীরেই করেছিলেন শুভমন। ধীরেসুস্থে প্রতিটি বল খেলছিলেন। কিন্তু সহ-ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ফিরে যাওয়ার পর নামেন শ্রেয়স। তিনি শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন। তাঁর দেখাদেখি হাত খোলেন শুভমনও। এক সময় লড়াই হচ্ছিল যে শুভমন না শ্রেয়স কে আগে তিন অঙ্কের রানে পৌঁছবেন। শেষ পর্যন্ত শ্রেয়সই শেষ হাসি হাসেন। ৯০-এর ঘরে এসে শুভমনের খেলা আবার কিছুটা ধীরগতির হয়ে যায়।
অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে অহেতুক কোনও ঝুঁকি নেননি শুভমন। মারার বল মেরেছেন, ধরে খেলার বল ধরে খেলেছেন। উল্টো দিকে থাকা শ্রেয়সও চাপমুক্ত হয়ে খেলেছেন শুভমনের জন্যে।